নৌ বাহিনীর তৎপরতায় মুম্বই উপকূলে ডুবন্ত বাণিজ্যিক তরী থেকে উদ্ধার ২০

সোমবার মুম্বই উপকূলে ডুবন্ত বাণিজ্যিক তরী থেকে ২০ জনকে উদ্ধার করল ভারতীয় নৌ সেনা বাহিনী।

Updated By: Jun 22, 2015, 10:53 AM IST
নৌ বাহিনীর তৎপরতায় মুম্বই উপকূলে ডুবন্ত বাণিজ্যিক তরী থেকে উদ্ধার ২০

ওয়েব ডেস্ক: সোমবার মুম্বই উপকূলে ডুবন্ত বাণিজ্যিক তরী থেকে ২০ জনকে উদ্ধার করল ভারতীয় নৌ সেনা বাহিনী।

তরীটির ক্যাপ্টেন সহ ২০জন ক্রিউ মেম্বারকেই উদ্ধার করা হয়েছে।

সকাল ৯টা নাগাদ উদ্ধার হওয়া সবাইকে ডাক্তারি পরীক্ষার জন্য কোলাবার আইএনএস শিকরা নাভাল এয়ার স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

গতকাল রাতে জিন্দাল কামাক্ষী নামের ওই বাণিজ্যিক তরীটি ডুবতে শুরু করে। আজ সকালেই তরীটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়। তরীটি মুম্বই বন্দর থেকে ৪০ নটিকাল দূরে থাকার সময়ই ডুবতে শুরু করে।

বিপদ সঙ্কেত পেয়েই নৌ বাহিনীর বেশ কয়েকটি তরী তৎক্ষণাৎ উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পরে।

 

 

 

.