চাকরি থেকে বরখাস্ত করায় গুলি মিত্সুবিসির এইচআরকে

এ দিন সকালে, কাজে যাওয়ার সময় হঠাত্ই দুই ব্যক্তি বিনেশ শর্মার ওপর হামলা চালায়। তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

Updated By: Jun 7, 2018, 08:03 PM IST
চাকরি থেকে বরখাস্ত করায় গুলি মিত্সুবিসির এইচআরকে

নিজস্ব প্রতিবেদন : চাকরি থেকে বরখাস্ত করায় সংস্থার এইচআর ম্যানেজারকে গুলি করে খুনের চেষ্টা করল দুই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের একটি জাপানি সংস্থার দফতরের সামনে।

জানা গিয়েছে, অপেশাদারি মনোভাবের অভিযোগে মিত্সুবিসির গুরুগ্রামের ইউনিট থেকে বুধবার যোগীন্দর নামে এক কর্মীকে বরখান্ত করেন এইচআর ম্যানেজার বিনেশ শর্মা। তিনি পুলিসকে জানিয়েছেন, বরখান্ত করার পরই যোগীন্দর তাঁকে হুমকি দেয়। যদিও, সেই হুমকিকে তিনি গুরুত্ব দেননি।

আরও পড়ুন- অমিত-উদ্ধব বৈঠকই সার, বিজেপির সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না শিবসেনার

এ দিন সকালে, কাজে যাওয়ার সময় হঠাত্ই দুই ব্যক্তি বিনেশ শর্মার ওপর হামলা চালায়। তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। দুটি গুলি তাঁর গায়ে লাগে। হামলার সময়, দুই যুবকের মধ্যে একজনকে তিনি যোগীন্দর বলে চিহ্নিত করতে পারেন। ঘটনার পর দুই হামলাকারীই সেখান থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

এদিকে, ঘটনার পর আহত বিনেশ শর্মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। চিকিত্সকরা জানিয়েছেন আপাতত তিনি বিপদমুক্ত।

.