দেশের নিরাপত্তা নিয়ে তিন বাহিনীর সঙ্গে বৈঠক মোদীর
দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম সরাসরি সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করছেন নরেন্দ্র মোদী। সামরিক কর্তাদের থেকে দেশের নিরাপত্তার পরিস্থিতি বুঝে নেবেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে প্রতিরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানও স্পষ্ট করবেন তিনি। আজকের প্রতিরক্ষা সম্মেলনে সীমান্ত ও নিরাপত্তারেখার পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হবে। কথা হবে চিনের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা নিয়েও। যৌথ সামরিক কমিটির প্রধান অরূপ রাহা প্রথম প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর সমস্যাগুলি জানাবেন। তারপর বক্তব্য রাখবেন সেনা প্রধান দলবীর সিং সুহাগ ও নৌসেনা প্রধান RK ধাওয়ান। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও।