চাঁদিপুরে মিসাইল নির্ভয়ের সফল উত্ক্ষেপণ ভারতের
পরমাণু অস্ত্রবহনে সক্ষম আরেকটি ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। চাঁদিপুরের মিসাইল রেঞ্জ থেকে আজ সকালে পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্রুজ মিসাইল নির্ভয়ের সফল উতক্ষেপন হয়েছে। একটি মাঝারি গাছের মগডালের উচ্চতায় উড়ে গিয়ে সাতশো কিলোমিটার দূরের নিশানায় নিখুঁতভাবে আঘাত হানতে পারে এই মিসাইল। এত কম উচ্চতায় ওড়ার জন্য রেডারেও এর উপস্থিতি ধরা পড়ে না।
এই ক্ষেপনাস্ত্রটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দুটি বিশেষ আকৃতির ডানাও। তাই প্রথমে রকেটের মতো উতক্ষেপন করা হলেও, কিছুক্ষণ পরেই বিমানের প্রযুক্তিতে উড়তে থাকে এই ক্ষেপনাস্ত্র। তখন অনায়াসেই এর গতিপথ পরিবর্তন করা যায় বলে জানিয়েছে DRDO। শিগগিরই কাজ শুরু করতে চলেছেন ভারতের সামরিক স্যাটেলাইট। তখন এই মিসাইল নিয়ন্ত্রিত হবে মহাকাশ থেকে। শুধু তাই নয়, চলন্ত সাঁজোয়া গাড়ি থেকেই এই মিসাইল উতক্ষেপন করা যায়।