করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুস্থতার হার ভারতে, রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে ঘোষণা মোদীর
মোদী বলেন, করোনায় ভারতে মৃত্যু হার সবচেয়ে কম। সুস্থতার হার সবচেয়ে বেশি।
নিজস্ব প্রতিবেদন : "করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে অধিক সুস্থতার হার ভারতে।" এদিন রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম বর্ষপূর্তিতে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, "করোনা মোকবিলায় একসঙ্গে লড়াই চলছে। ১৫০টি দেশকে সাহায্য করেছে ভারত। সবকা সাথ, সবকা বিকাশই আমাদের লক্ষ্য। গরিবদের জন্য রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। উন্নয়নশীল দেশকেও সাহায্য করে চলেছে ভারত।" মোদী বলেন, করোনায় ভারতে মৃত্যু হার সবচেয়ে কম। সুস্থতার হার সবচেয়ে বেশি। করোনার সঙ্গে লড়াইয়ে ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। আত্মনির্ভর ভারত বিশ্বকে লড়াইয়ের নতুন মন্ত্র শেখাচ্ছে।
UN was originally born from furies of World War II; today, fury of COVID-19 pandemic provides context for its rebirth and reform: PM Modi
— Press Trust of India (@PTI_News) July 17, 2020
While celebrating 75 years of UN, let us pledge to reform global multilateral system, says PM Modi at ECOSOC session
— Press Trust of India (@PTI_News) July 17, 2020
#COVID19 pandemic has severely tested the resilience of all nations. In India, we have tried to make the fight against the pandemic a people's movement, by combining the efforts of Government and civil society: PM Modi pic.twitter.com/8Vx1KljLG3
— ANI (@ANI) July 17, 2020
Our motto is 'Sabka Saath, Sabka Vikaas, Sabka Vishwas' - meaning 'Together, for everyone's growth, with everyone's trust'. This resonates with the core SDG principle of leaving no one behind: PM Narendra Modi pic.twitter.com/JouFBTOJvm
— ANI (@ANI) July 17, 2020
প্রসঙ্গত বলে রাখি, ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ফের রেকর্ড সংক্রমণ হয়েছে ভারতে। সর্বোচ্চ ৩৪ হাজার ৯৫৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। গোটা ভারতে মোট নোভেলে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৬০২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩। ৬৩.৩৪ শতাংশ রোগী অর্থাৎ ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৬ জন ইতিমধ্যেই করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন, '৪৬ কোটি টাকা তছরুপ করেছে অর্জুন', বিস্ফোরক জ্যোতিপ্রিয়