মোদীর জমানায় দেশ জুড়ে বেড়েছে সাম্প্রদায়িক হিংসা: সোনিয়া গান্ধী
বিজেপি ক্ষমতায় আসার পর সারা দেশ জুড়ে বেড়েছে সাম্প্রদায়িক হিংসা। এই ভাষাতেই কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
নতুন দিল্লি: বিজেপি ক্ষমতায় আসার পর সারা দেশ জুড়ে বেড়েছে সাম্প্রদায়িক হিংসা। এই ভাষাতেই কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
দিল্লিতে কংগ্রেস হেডকোয়ার্টারে দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কংগ্রেস সুপ্রিমো বলেন ''উত্তরপ্রদেশ,মহারাষ্ট্র সহ বহু রাজ্যে ভয়ানক হারে বৃদ্ধি পাচ্ছে সাম্প্রদায়িক হিংসা। এই হিংসার মাধ্যমে ধর্মের ভিত্তিতে ভারতীয় সমাজকে ভেঙে ফেলার সচেতন প্রচেষ্টা চলছে।''
সোনিয়া দাবি করেছেন ইউপিএ সরকারের ১০ বছরের রাজত্বকালে দেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনা প্রায় ঘটেইনি।
গাজা প্রসঙ্গে কেন্দ্র সরকারের নীরবতার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস সভানেত্রী। তিনি জানিয়েছেন প্যালেস্তাইনের প্রতি কংগ্রেসের পূর্ণ সংহতি রয়েছে।