মাত্র ২ গ্রাম ন্যানো ফার্টিলাইজার ১০০ কেজি ইউরিয়ার সমান, দাবি ইফকো অধিকর্তা অবস্তির

সত্ত্বের আবেদন করা হয়েছে বলে জানালেন ইফকোর অধিকর্তা। 

Updated By: Mar 6, 2019, 11:15 PM IST
মাত্র ২ গ্রাম ন্যানো ফার্টিলাইজার ১০০ কেজি ইউরিয়ার সমান, দাবি ইফকো অধিকর্তা অবস্তির

নিজস্ব প্রতিবেদন: কৃষিক্ষেত্রে বিপ্লব আনতে পারে ন্যানো ফার্টিলাইজার। এমনটাই দাবি করলেন Indian Farmers Fertiliser Cooperative-এর অধিকর্তা ইউ এস অবস্তি। তাঁর দাবি, আগামী দুবছরের মধ্যেই মিলবে সত্ত্ব। ১০০ কিলোগ্রাম ইউরিয়ার কাজ করবে মাত্র দু গ্রাম ন্যানো ফার্টিলাইজার।               
     
উত্তরপ্রদেশের ফুলপুরে ইফকোর কারখানায় সাংবাদিকদের অবস্তি বলেন, কৃষকদের ফসলের উত্পাদন বাড়াতে বৈপ্লবিক হতে চলেছে ন্যানো সার। একইসঙ্গে মাটির উত্কর্ষতাও বাড়াতে সাহায্য করবে। সত্ত্বের জন্য আবেদন করা হয়েছে। আগামী দুবছরের মধ্যে সত্ত্ব মেলার সম্ভাবনা রয়েছে। 

পরীক্ষামূলকভাবে একটি জমিতে ১০০ শতাংশ ন্যানো ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে। আর একটি জমিতে ২৫ শতাংশ ইউরিয়া ও ৭৫ শতাংশ ন্যানো ফার্টিলাইজার দেওয়া হয়। দুটি জমিতেই সমান ফসল উত্পাদিত হয়েছে বলে দাবি অবস্তির। গুজরাটে ন্যানো ফার্টিলাইজারের গবেষণায় একটি পরীক্ষাকেন্দ্র স্থাপন করেছে ইফকো।

আরও পড়ুন- আদ্যিকালের Mig 21 দিয়েই পাকিস্তানের অত্যাধুনিক F 16 চুরমার করেন অভিনন্দন

.