একসঙ্গে পাকিস্তান-চিনের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ভারত : বায়ুসেনা প্রধান
ওয়েব ডেস্ক : একইসঙ্গে পাকিস্তান ও চিন, 'টু-ফ্রন্ট ওয়্যার'-এর জন্য প্রস্তুত রয়েছে ভারত। একটা পরিকল্পনা ভেস্তে গেলে, তৈরি রয়েছে দ্বিতীয় পরিকল্পনা। চিনকে যেকোনও মূল্যে মোকাবিলা করতে প্রস্তুত ভারত। যুদ্ধের হুঁশিয়ারি শোনা গেল ভারতীয় বায়ুসেনা প্রধান বি এস ধানোয়ার গলায়।
পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে প্রশ্ন করা হয়েছিল ধানোয়াকে। উত্তরে ধানোয়া বলেন, সীমান্তে 'টু-ফ্রন্ট' যুদ্ধের জন্য পুরোদস্তুর প্রস্তুত রয়েছে ভারতীয় বায়ুসেনা। চ্যালেঞ্জ নিতে তৈরি ভারতীয় বায়ুসেনা। তবে ভারতীয় বায়ুসেনা কোনও সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা, সেই প্রসঙ্গে তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
আরও পড়ুন, ভারতে হামলা চালাতে 'হালাল দস্তা' নামে নতুন জঙ্গি সংগঠন খুলল পাকিস্তান
এর আগে, সেনাপ্রধান বিপিন রাওয়াত গত মাসে বলেছিলেন, 'টু-ফ্রন্ট' যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে। কারণ চিন পেশীর আস্ফালন করছে। এরপর বৃহস্পতিবার এয়ারফোর্স ডে উপলক্ষে এক অনুষ্ঠানে 'টু-ফ্রন্ট' যুদ্ধের কথা উল্লেখ করলেন ধানোয়া।
আরও পড়ুন, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব আগামী বছর থেকেই