প্রধানমন্ত্রীকে আমার সঙ্গে বিতর্কে বসুন, চ্যালেঞ্জ মোদীর

ভুজ থেকে দিল্লিকে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিঁধলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। পাকিস্তানের প্রতি সরকারের অবস্থান সহ প্রতিটি ইস্যুতেই কেন্দ্রকে তুলোধনা করেন তিনি। প্রধানমন্ত্রীকে জনতার সামনে প্রকাশ্য বিতর্কে অংশগ্রহণের চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন বিজেপির লোকসভা নির্বাচনের প্রচারের মুখ। জানালেন ভারতের যুব সমাজ পরিবর্তনের খোঁজ করছে।

Updated By: Aug 15, 2013, 04:07 PM IST

ভুজ থেকে দিল্লিকে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিঁধলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। পাকিস্তানের প্রতি সরকারের অবস্থান সহ প্রতিটি ইস্যুতেই কেন্দ্রকে তুলোধনা করেন তিনি। প্রধানমন্ত্রীকে জনতার সামনে প্রকাশ্য বিতর্কে অংশগ্রহণের চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন বিজেপির লোকসভা নির্বাচনের প্রচারের মুখ। জানালেন ভারতের যুব সমাজ পরিবর্তনের খোঁজ করছে।
নিজেকে প্রধানমন্ত্রী পদের যোগ্য দাবিদার হিসেবে তুলে ধরতেই নানা ইস্যুতে মনমোহন সিংকে বিঁধেছেন নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রীর পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার বিষয়টি নিয়েও কটাক্ষ করেন তিনি। লালকেল্লা পাকিস্তানকে বার্তা দেওয়ার জায়গা নয় বলেই মন্তব্য করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। জানালেন স্বাধীনতার দিন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ হতাশা ব্যঞ্জক, ভঙ্গুর।

.