গোরক্ষপুর উপ-নির্বাচনের আগে যোগীর রাজ্যকে হাজার কোটির প্রকল্প উপহার মোদীর

Updated By: Sep 22, 2017, 08:12 PM IST
গোরক্ষপুর উপ-নির্বাচনের আগে যোগীর রাজ্যকে হাজার কোটির প্রকল্প উপহার মোদীর

ওয়েব ডেস্ক : আগামী সপ্তাহেই উত্তরপ্রেদশের দুই লোকসভা কেন্দ্রে উপ-নির্বাচন। তার ঠিক আগেই রাজ্যের জন্য প্রাপ্তির ঝুলি ভরে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দিনের বারাণসী সফরের প্রথম দিনে শুক্রবারই একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হন গোরক্ষপুরের সাংসদ যোগী আদিত্যনাথ। উপমুখ্যমন্ত্রী হয়েছেন ফুলপুরের সাংসদ কেশব প্রসাদ মৌর্য। মুখ্যমন্ত্রী হওয়ার পর গোরক্ষপুরের সাংসদ পর থেকে ইস্তফা দেন যোগী। পাশাপাশি ফুলপুর কেন্দ্র থেকে ইস্তফা দেন মৌর্য। এরপরই সেখানে নির্বাচনের সময় ঘোষণা করা হয়।

আরও পড়ুন- মোদীর হাতে যাত্রা শুরু মহামানা মালব্যের নামাঙ্কিত ট্রেনের

শুক্রবার বারাণসী-ভদোদরা মহামানা এক্সপ্রেসের ‌যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকাল সাড়ে তিনটে নাগাদ ওই ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি। এছাড়াও রয়েছে রাজ্যের জন্য প্রায় ১০০০ কোটি টাকার বেশকিছু প্রকল্প।

২০১৪ সালে বারাণসী কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে ১১ বার উত্তরপ্রদেশ এলেন মোদী। তবে, রাজ্যে বিজেপি দায়িত্বে আসার পর এই প্রথম বারাণসী সফরে এলেন তিনি।

.