ভিডিয়ো: বিজয়ায় দিল্লিতে রাবণ দহন করলেন মোদী, দিলেন নারী-সম্মানের বার্তা

বিজয়া দশমীতে দিল্লির দ্বারকায় রামলীলায় অংশ নেন নরেন্দ্র মোদী। 

Updated By: Oct 8, 2019, 08:12 PM IST
ভিডিয়ো: বিজয়ায় দিল্লিতে রাবণ দহন করলেন মোদী, দিলেন নারী-সম্মানের বার্তা

নিজস্ব প্রতিবেদন: দিল্লির দ্বারকায় দশমী উপলক্ষে রামলীলায় অংশ নিলেন নরেন্দ্র মোদী। তির ছুড়ে করলেন রাবণ দহন। প্রধানমন্ত্রী বার্তা দিলেন, আমাদের ভূমিতে মাকে পুজো করি। ভারতের সব মেয়েদের সম্মান দেওয়া আমাদের কর্তব্য। মন কি বাত অনুষ্ঠানেও বলেছিলাম, মেয়েরা আমাদের ঘরের লক্ষ্মী।

বিজয়া দশমীতে দিল্লির দ্বারকায় রামলীলায় অংশ নেন নরেন্দ্র মোদী। তাঁকে গদা দিয়ে স্বাগত জানান উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী বলেন,''আমাদের ক্লাব সংস্কৃতি নেই। বারো মাসে তেরো পার্বণ আমাদের মূল্যবোধ, শিক্ষা, সামাজিক জীবনের অংশ হয়ে উঠেছে। নতুন উদ্যম, কর্মক্ষমতা ও স্বপ্ন দেখায় উত্সব।'' 

রামলীলা নাটক দর্শকাসনে বসে দেখেন প্রধানমন্ত্রী। পরে রাবণ দহন করেন তিনি।    

ক্ষমতায় আসার পর 'বেটি বাঁচাও, বেটি পড়াও' কর্মসূচি নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এদিন সমাজে মহিলাদের সম্মানরক্ষার কথা স্মরণ করিয়ে দেন। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের দেশে মহিলাদের দেবী হিসেবে পুজো করা হয়। দেশে প্রতিটি মেয়েকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। দীপাবলিতে আমরা লক্ষ্মীর আরাধনা করি। লক্ষ্মী আমাদের প্রতিটি ঘরে থাকে।

আরও পড়ুন- দেখুন ছবিতে: বিজয়ায় রাফাল হাতে পেয়ে সনাতনী রীতি মেনে অস্ত্র পুজো রাজনাথের

.