National Librarian's Day: লাইব্ররির প্রতি ভালবাসা জানিয়ে শ্রদ্ধাজ্ঞাপন Ranganathan-এর প্রতি

এ দেশে গ্রন্থাগার আন্দোলনের তিনি একজন পুরোধাপুরুষ।

Updated By: Aug 12, 2021, 11:46 PM IST
National Librarian's Day: লাইব্ররির প্রতি ভালবাসা জানিয়ে শ্রদ্ধাজ্ঞাপন Ranganathan-এর প্রতি

নিজস্ব প্রতিবেদন: বইয়ের চেয়ে বড় বন্ধু আর কে? ঢের পুরনো কথা। কিন্তু এই করোনা-পর্বে সেই পুরনো কথাই যেন নতুন করে সত্য হয়ে উঠল। অন্তত বেশ কিছু মানুষ এই বন্দিজীবনে বইয়ের সান্নিধ্যে নিজেকে আরও সুস্থ ও সংহত করে নিলেন।

আর বইয়ের 'ঘর' হল গ্রন্থাগার বা লাইব্রেরি। এহেন লাইব্রেরির একজন পরিচালকও থাকেন। তাঁকে বলা হয় 'গ্রন্থাগারিক'। সেই গ্রন্থাগারিকদের জন্য একটি উদযাপনদিবসও ঠিক করা হয়েছে। আজই সেই দিন। 

আরও পড়ুন: Kanaklata Barua: তাঁর আত্মদান দেশ জুড়ে মেয়েদের ঘোর দুঃসাহসী করে তুলেছিল

প্রতি বছর আজকের দিন, এই ১২ অগস্ট National Librarian’s Day পালিত হয়। দিনটি  এ দেশে 'Father of Library Science' হিসেবে খ্যাত Dr. S. R. Ranganathan এর জন্মদিন।  

এদিন দেশ জুড়ে বিভিন্ন লাইব্রেরিতে রঙ্গনাথনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ দেশে গ্রন্থাগার আন্দোলনের তিনি একজন পুরোধাপুরুষ। তিনিই প্রথম একটি বিশ্বমানের লাইব্রেরি কীভাবে গড়ে উঠবে এ দেশে তার নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছিলেন। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Vinoba Bhave: ১৯৪০ সালে তাঁকে দিয়েই অহিংস আন্দোলনের প্রচার শুরু করান গান্ধীজি

.