দেশজুড়ে দুর্যোগ
দেশজুড়েই চলছে দুর্যোগের প্রকোপ। প্রবল ধুলোঝড়-বৃষ্টিতে গতকাল থেকে বিপর্যস্ত রাজধানী দিল্লি। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। বাড়ি ভেঙে, দেওয়াল ধসে, গাছ পড়ে বিভিন্ন এলাকায় আহত হয়েছেন বহু মানুষ।
দেশজুড়েই চলছে দুর্যোগের প্রকোপ। প্রবল ধুলোঝড়-বৃষ্টিতে গতকাল থেকে বিপর্যস্ত রাজধানী দিল্লি। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। বাড়ি ভেঙে, দেওয়াল ধসে, গাছ পড়ে বিভিন্ন এলাকায় আহত হয়েছেন বহু মানুষ।
আজও দিল্লিতে ধুলো-ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বহু এলাকা বিদ্যুত্হীন। দ্বারকা, রোহিণী, জাহাঙ্গিরপুরী সহ একাধিক অঞ্চলে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। একাধিক বিদ্যুতকেন্দ্র ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝাড়খণ্ডেও আজ সকালে প্রবল ঝড়বৃষ্টিতে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রাঁচি, জামশেদপুর, হাজারিবাগ, লাতেহার সহ একাধিক জেলা।