বদায়ূঁতে ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী, দাবি সিবিআই তদন্তের
উত্তরপ্রদেশের বদায়ূঁতে গণধর্ষণ করে খুন হওয়া দুই কিশোরির পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে দুই কিরোশীর পরিবার।
উত্তরপ্রদেশের বদায়ূঁতে গণধর্ষণ করে খুন হওয়া দুই কিশোরির পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে দুই কিরোশীর পরিবার।
গত ২৮ মে বদায়ূঁর উশেইত গ্রামের একটি আমগাছে দুই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আগের দিন সন্ধে থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। দু`জনকে গণধর্ষণ করে খুন করার প্রমাণ মিলেছে।
এই ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠায় অস্বস্তিতে অখিলেশ যাদব সরকার। লখনউ সচিবালয়ে ফোন করে তদন্তের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এরপরেই মুখরক্ষায় দুই পুলিসকর্মীকে বরখাস্ত করা হয়। গ্রেফতার করা হয়েছে এক সন্দেহভাজনকে। ফাস্ট ট্র্যাক কোর্টে দোষীদের বিচারের ঘোষণাও করা হয়েছে।
বদায়ূঁর দুই দলিত বোনের ধর্ষণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই পুলিসকর্মীকে। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনেরও ঘোষণা হয়েছে। ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ জনকেই গ্রেফতার করেছে পুলিস। কিন্তু এখনও অধরা ২ জন।