নিডো তানিয়ার মৃত্যু, প্রবল ঝড় তুলল সংসদে

নিডো তানিয়াম মৃত্যুকাণ্ড ঝড় তুলল সংসদে। একসুরে ঘটনার নিন্দা করলেন লোকসভার সদস্যরা। নিডো হত্যাকাণ্ডের তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট পেতে কেন ১৫ দিন পেরিয়ে গেল, সেই প্রশ্ন তুলে পুলিসকে ভর্তসনা করেছে আদালত।

Updated By: Feb 5, 2014, 08:46 PM IST

নিডো তানিয়াম মৃত্যুকাণ্ড ঝড় তুলল সংসদে। একসুরে ঘটনার নিন্দা করলেন লোকসভার সদস্যরা। নিডো হত্যাকাণ্ডের তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট পেতে কেন ১৫ দিন পেরিয়ে গেল, সেই প্রশ্ন তুলে পুলিসকে ভর্তসনা করেছে আদালত।

দিল্লিতে পিটিয়ে খুন উত্তর-পূর্বের ছাত্র। উত্তাল রাজধানী। প্রতিবাদে সোচ্চার গোটা দেশ। এবার সেই প্রতিবাদের সুর ঝড় তুলল সংসদেও। নিডো হত্যার ঘটনায় যন্তরমন্তরের প্রতিবাদ মঞ্চে সোমবার গিয়েছিলেন রাহুল গান্ধী। মঙ্গলবার যান অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্র আর দিল্লি সরকারের এই অবস্থানেরই কড়া সমালোচনা করেছেন সুষমা স্বরাজ।

সিপিআইএম সাংসদ বাসুদেব আচারিয়া বলেন, জাতিবিদ্বেষ রুখতে পুরোপুরি ব্যর্থ কেন্দ্র। প্রায় প্রতিটি দল ঘটনার নিন্দায় সরব। কড়া বার্তা গেল সংসদ থেকে।

নিডো হত্যাকাণ্ডের তদন্ত এতো ধীরে চলছে কেন? ময়নাতদন্তের রিপোর্ট পেতেই লেগে গেল পনেরোদিন? এইসব প্রশ্ন তুলে দিল্লি পুলিসকে কাঠগড়ায় তুলল দিল্লি হাইকোর্ট। শুক্রবারের মধ্যে পুলিসকে আরও একটি রিপোর্ট পেশ করতেও নির্দেশ দিয়েছে আদালত।

.