অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট

অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট। মধ্য প্রদেশের ভোপালের  স্টেট ব্যাঙ্ক মেন ব্রাঞ্চ থেকে প্রথম গ্রাহকদের হাতে নোট তুলে দেওয়া হল। দিল্লি, মুম্বইতেও নতুন নোট পৌছে গেছে। এ রাজ্যেও খুব দ্রুত নতুন পাঁচশ টাকার নোট চলে আসবে। সাত দিনের মধ্যে গোটা জেশে এই নতুন নোট পৌছে দেওয়া যাবে বলে জানিয়েছেন, SBI-র চেয়ার পার্সন অরুন্ধতী ভট্টাচার্য।

Updated By: Nov 13, 2016, 08:10 PM IST
অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট

ওয়েব ডেস্ক: অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট। মধ্য প্রদেশের ভোপালের  স্টেট ব্যাঙ্ক মেন ব্রাঞ্চ থেকে প্রথম গ্রাহকদের হাতে নোট তুলে দেওয়া হল। দিল্লি, মুম্বইতেও নতুন নোট পৌছে গেছে। এ রাজ্যেও খুব দ্রুত নতুন পাঁচশ টাকার নোট চলে আসবে। সাত দিনের মধ্যে গোটা জেশে এই নতুন নোট পৌছে দেওয়া যাবে বলে জানিয়েছেন, SBI-র চেয়ার পার্সন অরুন্ধতী ভট্টাচার্য।

আরও পড়ুন নোট বাতিল নিয়ে বিরোধীদের আক্রমণের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবারের আগে বাজারে পনেরশ সত্তর কোটির বেশি পাঁচশর নোট ছিল। যার মূল্য যার মূল্য ৭লক্ষ পঁচাশি হাজার আটশ কোটি টাকার মতো। এক ধাক্কায় সবটা মূল্যহীন হয়ে যাওয়ায় রীতিমতো সমস্যা শুরু হয়েছিল।

আরও পড়ুন  নোট বাতিলের ধাক্কায় কী অবস্থা পাহাড়ের জানুন

.