ATM-এ কবে পাবেন নতুন ২০০০ টাকার নোট? জানুন
২০০০ টাকার নোট। প্রথমবার প্রকাশিত হল। কিন্তু এখনও পর্যন্ত সাধারণ মানুষ এই নোট হাতে পাননি। কবে থেকে নতুন ২০০০ টাকার নোট হাতে আসবে, তা জানালেন অর্থনীতি মন্ত্রক সচিব শক্তিকান্ত দাস।
![ATM-এ কবে পাবেন নতুন ২০০০ টাকার নোট? জানুন ATM-এ কবে পাবেন নতুন ২০০০ টাকার নোট? জানুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/14/70297-2000rsnote-14-11-16.jpg)
ওয়েব ডেস্ক: ২০০০ টাকার নোট। প্রথমবার প্রকাশিত হল। কিন্তু এখনও পর্যন্ত সাধারণ মানুষ এই নোট হাতে পাননি। কবে থেকে নতুন ২০০০ টাকার নোট হাতে আসবে, তা জানালেন অর্থনীতি মন্ত্রক সচিব শক্তিকান্ত দাস।
আরও পড়ুন ‘০’ টাকার নোটটা দেখেছেন?
অর্থনীতি মন্ত্রক সচিব শক্তিকান্ত দাস এই প্রসঙ্গে জানিয়েছেন যে, আশা করা যাচ্ছে যে, আগামি ২ দিনের মধ্যে নতুন ২০০০ টাকার নোট হাতে পাবে জনতা। নতুন ২০০০ টাকার নোটের ঘোষণার পরেই তার রঙিন জেরক্স করে মানুষকে সেই নকল টাকা দিয়ে ঠকাচ্ছিলেন এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং তাঁর যথাযথ শাস্তির বন্দোবস্তো করেছে পুলিস। তাই নকল থেকে সাবধান। যেকোনও জায়গা থেকে নতুন নোট নেওয়ার সময়ে ভালো করে পরীক্ষা করে নেবেন।