শাহনুরকে জেরা করে দীক্ষাগুরু জামাত নেতার নাম পেল এনআইএ
শাহনুরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল এনআইএ। শাহনুরের দীক্ষাগুরু জামাত নেতা জাহিদের নাম পেলেন গোয়েন্দারা।
চার বছর আগে ২০১০ সালে বাংলাদেশ থেকে অসমে আসে জাহিদ। অসমের বরপেটায় এক তরুণীকে বিয়ে করে ভারতের নাগরিকত্ব নেয় সে। এরপরেই শুরু হয় জাহিদের অপারেশন। বেশ কয়েকজন জামাত সদস্যকে বাংলাদেশ থেকে নিয়ে এসে অসমে বিয়ে দেয় সে। ওই জামাত সদস্যরাও পেয়ে যায় ভারতের নাগরিকত্ব। শুরু হয় জেহাদি প্রচার।
অসমের যুবক যুবতীদের জেহাদি মন্ত্রে দীক্ষিত করতে শুরু করে জাহিদ। জাহিদের খোঁজ শুরু করেছে এনআইএ ও স্পেশাল অপারেশন ইউনিট। বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এদিকে কাশ্মীর থেকে জঙ্গি সন্দেহে ধৃত মুস্তাক আহমেদকে নিজেদের হেফাজতে নিয়েছে এনআইএ। তিহার জেলে বন্দি মুস্তাককে খাগড়াগড়কাণ্ডে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ।