বিধানসভা নির্বাচনে ''হর ঘর দস্তক'' শুরু করলেন নীতিশ কুমার

বিহার বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বাড়ি বাড়ি ঘুরে। প্রচারের আনুষ্ঠানিক নাম "হর ঘর দস্তক'। আম জনতার বাড়ি বাড়ি ঘুরে সরকারের কাজের মূল্যায়ন শুনবেন মুখ্যমন্ত্রী। মন্দিরে পুজো, তারপর বাড়ি বাড়ি  পৌছে যাওয়া। এভাবেই প্রচারে নামলেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে, নিজের দরজায় পেয়ে খুশি জনগণও। প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক নাম "হর ঘর দস্তক'। শুরুটা করলেন নিজে। এবার জনতা দল ইউনাইটেডের কর্মী সমর্থকেরা আম জনতার বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারুন,  এমনটাই চান নীতীশ । জেডিইউয়ের লক্ষ্যও তাই । এক কোটি বাড়ি ঘুরে প্রচার সারা।

Updated By: Jul 2, 2015, 10:15 PM IST
বিধানসভা নির্বাচনে ''হর ঘর দস্তক'' শুরু করলেন নীতিশ কুমার

ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বাড়ি বাড়ি ঘুরে। প্রচারের আনুষ্ঠানিক নাম "হর ঘর দস্তক'। আম জনতার বাড়ি বাড়ি ঘুরে সরকারের কাজের মূল্যায়ন শুনবেন মুখ্যমন্ত্রী। মন্দিরে পুজো, তারপর বাড়ি বাড়ি  পৌছে যাওয়া। এভাবেই প্রচারে নামলেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে, নিজের দরজায় পেয়ে খুশি জনগণও। প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক নাম "হর ঘর দস্তক'। শুরুটা করলেন নিজে। এবার জনতা দল ইউনাইটেডের কর্মী সমর্থকেরা আম জনতার বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারুন,  এমনটাই চান নীতীশ । জেডিইউয়ের লক্ষ্যও তাই । এক কোটি বাড়ি ঘুরে প্রচার সারা।

নীতীশ কুমারের প্রচার কৌশল ঠিক করছেন প্রশান্ত কিশোর। গুজরাট ও লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর প্রচার টিমের সদস্য ছিলেন তিনি। বিহারের আর্থ সামাজিক কথা বিবেচনা করে ব্যক্তিবিশেষের সঙ্গে প্রত্যক্ষ প্রচারেই জোর দিচ্ছেন প্রশান্ত কিশোর।  নতুন স্লোগান আর নতুন গানে জেডিইউয়ের প্রচারের সুর বাঁধছেন উঁচু পর্দায়। আরজেডি, সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে কয়েক কদম এগিয়েই বিহার বিধানসভার নির্বাচনী রিংয়ে নেমেছেন নীতীশ কুমার। প্রচার কৌশলে শেষ হাসি হাসেন কিনা, এখন তাই-ই দেখার।

.