Nitish Kumar | I.N.D.I.A: বামেদের মঞ্চে বেসুরো নীতীশ, বিশ বাঁও জলে I.N.D.I.A জোটের ভবিষ্যৎ
পটনায় ভারতের কমিউনিস্ট পার্টির এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে নীতীশ কুমার হাসিমুখে মন্তব্য করেছিলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলেছি... I.N.D.I.A জোটে তাঁদেরকে এগিয়ে দিচ্ছি। কিন্তু, সম্প্রতি সেই ফ্রন্টে খুব বেশি অগ্রগতি হয়নি। পাঁচটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস বেশি আগ্রহী বলে মনে হচ্ছে’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে অগ্রগতির অভাবের জন্য কংগ্রেসকে দোষারোপ করার পরে I.N.D.I.A জোটের ভবিষ্যত নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
নীতীশ এই কথা বলেছিলেন কারণ কংগ্রেস, যারা গ্রুপের অন্যতম বৃহত্তম সদস্য এবং বিহার নেতার মতে যাদের উপরে এই জোটকে চালানোর ‘প্রধান ভূমিকা’ অর্পণ করা হয়েছে, তাঁরা পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত। এই মাসেই মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং মিজোরামের পাশপাশি কংগ্রেস শাসিত রাজস্থান ও ছত্তিশগড়েও ভোট হবে।
পটনায় ভারতের কমিউনিস্ট পার্টির এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে নীতীশ কুমার হাসিমুখে মন্তব্য করেছিলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলেছি... I.N.D.I.A জোটে তাঁদেরকে এগিয়ে দিচ্ছি। কিন্তু, সম্প্রতি সেই ফ্রন্টে খুব বেশি অগ্রগতি হয়নি। পাঁচটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস বেশি আগ্রহী বলে মনে হচ্ছে’।
#WATCH | In Patna, Bihar CM Nitish Kumar says, "...We spoke with all the parties, urged them to unite and protect the country from those who are trying to alter its history. For this, meetings were held in Patna and elsewhere. INDIA Alliance was formed but nothing much is… pic.twitter.com/Kwe84TpQbK
— ANI (@ANI) November 2, 2023
জনতা দল (ইউনাইটেড) নেতা বলেন, ‘আমরা কংগ্রেসকে প্রধান ভূমিকা অর্পণ করতে সম্মত হয়েছি। কিন্তু মনে হচ্ছে তারা রাজ্য নির্বাচনের পরেই পরবর্তী বৈঠক ডাকবে’।
ইন্ডিয়া গ্রুপের শেষ বৈঠকটি ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইতে হয়েছিল। তারপরে ঘোষণা করা হয়েছিল যে কংগ্রেস পরবর্তী তারিখগুলি নির্ধারণ করবে। পরবর্তী বৈঠক দিল্লিতে হতে পারে বলে জানা যায় কিন্তু তারপর থেকে কোনও খবর পাওয়া যায়নি। মধ্যপ্রদেশে হবে এমন গুঞ্জন উঠলেও তাও হয়নি।
নীতীশ কুমারকে I.N.D.I.A জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দেখা হয়। প্রকৃতপক্ষে, বিহারের মুখ্যমন্ত্রীই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করতে একত্রিত হওয়ার সম্ভাবনা নিয়ে সিনিয়র বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি নিজের অভিজ্ঞতা ব্যবহার করে রাজ্য দল এবং কংগ্রেসের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিলেন।
কুমার মে মাসে কংগ্রেস বস মল্লিকার্জুন খাড়গে এবং শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। এরপরে তিনি সারা দেশ পরিক্রমা করেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন, যাদের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ভাল না হলেও তাঁর কথা শুনে I.N.D.I.A জোটে যোগ দেন।
I.N.D.I.A জোটের প্রথম বৈঠকটি জুন মাসে পটনায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কুমারকে আবার শান্তি-প্রস্তুতকারীর ভূমিকা পালন করতে হয়েছিল। কংগ্রেস দিল্লি প্রশাসনিক পরিষেবা অধ্যাদেশের বিরুদ্ধে প্রচারে সমর্থন না করার কারণে আম আদমি পার্টি সেই সভা বয়কটের হুমকি দেওয়ার পরে এই ঘটনা ঘটেছিল।
মধ্যপ্রদেশ নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে দ্বন্দ্বের পরেও নীতীশ কুমারের মন্তব্য আসে। অখিলেশ যাদব দাবি করেছিলেন যে তাঁর দল ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এমন একটি চুক্তি উপেক্ষা করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি যদি জানতাম, আমরা কংগ্রেসের সঙ্গে কথা বলতাম না’।
যদিও সোমবার, যাদব লড়াই থামিয়ে দিয়েছেন। তিনি খোলসা করেছেন যে তিনি I.N.D.I.A জোটের অংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)