ব্যাঙ্কে বা সোনার দোকানে প্রবেশের আগে খুলতে হবে মাস্ক, নিয়ম জারি এই রাজ্যে

তুন নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক ও গয়নার দোকানে প্রবেশের আগে সিসি টিভির সামনে দাঁড়িয়ে অন্তত ৩০ সেকেন্ড মাস্ক খুলে রাখতে হবে। 

Updated By: Jun 10, 2020, 05:59 PM IST
ব্যাঙ্কে বা সোনার দোকানে প্রবেশের আগে খুলতে হবে মাস্ক, নিয়ম জারি এই রাজ্যে

নিজস্ব প্রতিবেদন : বাইরে বের হলে মাস্ক বাধ্যতামূলক। বিশেষত্ব দোকানপাট, ব্যাঙ্কের মতো জনবহুল স্থানে। এদিকে মাস্ক পরে থাকলে সিসিটিভিতে চেনা যাবে না কাউকেই। তাই ব্যাঙ্ক ও গয়নার দোকান এর ক্ষেত্রে নয়া নিয়ম আনল মধ্যপ্রদেশ সরকার। 

নতুন নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক ও গয়নার দোকানে প্রবেশের আগে সিসি টিভির সামনে দাঁড়িয়ে অন্তত ৩০ সেকেন্ড মাস্ক খুলে রাখতে হবে। তারপর নিরাপত্তারক্ষীরা অনুমতি দিলে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন গ্রাহকরা। 

মধ্যপ্রদেশ পুলিশের এক কর্তার কথায়, "এভাবে মাস্ক পরে থাকলে গয়নার দোকান কিংবা ব্যাঙ্কের কোন চুরির ঘটনা ঘটলে চোর খুঁজে বার করতে সমস্যা হবে।" মধ্যপ্রদেশ পুলিশের পরিকল্পনা অনুযায়ী, প্রবেশের আগে ৩০ সেকেন্ড ক্যামেরার সামনে মাস্ক খুলে দাঁড়ালে কোন ব্যক্তি কখন প্রবেশ করছে তা নজরবন্দি হবে। তাছাড়া প্রয়োজন হলে ব্যাঙ্ক বা দোকানের অন্যান্য অংশের সিসিটিভি ফুটেজ থেকে ওই ব্যক্তির পোশাক লক্ষ্য করে নজর রাখা যাবে। 

ইতিমধ্যেই পুলিশকর্মীদের ব্যাঙ্ক ও গয়নার দোকানে প্রবেশপথের সিসিটিভির ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। ভোপালে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আসা গ্রাহকরা এ বিষয়ে খুশিমনে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এক গ্রাহকের কথায়, "এই নিয়মের ফলে মাস্ক পরে দুষ্কৃতীরা সহজে ব্যাঙ্কে ঢুকতে পারবেন না।"
আরও পড়ুন : অসমের বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মৃত্যু দুই দমকলকর্মীর, পৌঁছল বায়ুসেনা

.