বিরোধীদের প্রবল চাপে নোটকাণ্ডে সুর নরম কেন্দ্রের, আজই সর্বদল বৈঠক, রাজ্যসভায় থাকবেন মোদী
নোটকাণ্ডে বিরোধীদের প্রবল চাপের মুখে সুর কিছুটা নরম করল কেন্দ্র। আজ এই ইস্যুতে সর্বদল বৈঠকের ডাক দিয়েছে সরকার। সকাল দশটায় রাজনাথ সিংয়ের ঘরে হবে এই বৈঠক। বৈঠকে থাকার জন্য সব সংসদীয় দলের নেতাদের ফোনে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। এর আগে গতকাল নোট বাতিল ইস্যুতে সংসদ ভবনের সামনে একজোট হয়ে ধরনায় বসেন বিরোধী দলের সাংসদরা। ধরনায় সামিল হয় AIADMK। সেখানেই ২৮ নভেম্বর দেশজুড়ে আক্রোশ দিবস পালন করার ডাক দেওয়া হয়। সংসদের ভেতর থেকে আন্দোলনের কর্মসূচি এবার দেশজুড়ে রাস্তায় নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন বিরোধীরা। সম্ভবত এরপরেই চাপের মুখে সুর নরম করে সর্বদল বৈঠক ডাকল সরকার। আজ রাজ্যসভায় থাকতে পারেন প্রধানমন্ত্রী। বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে পারেন তিনি। আরও পড়ুন- আমি রাজনীতিতে আসতে চাইনি, রাজীব রাজনীতি করুক, সেটাও চাইনি: সোনিয়া গান্ধী
ওয়েব ডেস্ক: নোটকাণ্ডে বিরোধীদের প্রবল চাপের মুখে সুর কিছুটা নরম করল কেন্দ্র। আজ এই ইস্যুতে সর্বদল বৈঠকের ডাক দিয়েছে সরকার। সকাল দশটায় রাজনাথ সিংয়ের ঘরে হবে এই বৈঠক। বৈঠকে থাকার জন্য সব সংসদীয় দলের নেতাদের ফোনে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। এর আগে গতকাল নোট বাতিল ইস্যুতে সংসদ ভবনের সামনে একজোট হয়ে ধরনায় বসেন বিরোধী দলের সাংসদরা। ধরনায় সামিল হয় AIADMK। সেখানেই ২৮ নভেম্বর দেশজুড়ে আক্রোশ দিবস পালন করার ডাক দেওয়া হয়। সংসদের ভেতর থেকে আন্দোলনের কর্মসূচি এবার দেশজুড়ে রাস্তায় নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন বিরোধীরা। সম্ভবত এরপরেই চাপের মুখে সুর নরম করে সর্বদল বৈঠক ডাকল সরকার। আজ রাজ্যসভায় থাকতে পারেন প্রধানমন্ত্রী। বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে পারেন তিনি। আরও পড়ুন- আমি রাজনীতিতে আসতে চাইনি, রাজীব রাজনীতি করুক, সেটাও চাইনি: সোনিয়া গান্ধী
কালো টাকা নিয়ে যাঁরা এতদিন সোচ্চার ছিলেন, সেই তৃণমূল এবং আপ এখন হইচই করছেন কেন? প্রশ্ন তুলছে বিজেপি।
সংসদে বিতর্কে অংশ নিতে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী। কেন তিনি পালিয়ে বেড়াচ্ছেন, প্রশ্ন তুলছে কংগ্রেস।