এবার সার্কাসের টিকিট বুক করুন অনলাইনেই
এতদিন তো সিনেমার টিকিট বুক করেছেন অনলাইনে। এবার সার্কাসের টিকিট বুকিং সেরে ফেলতে পারেন ট্যাব-মোবাইল-ল্যাপটপেই। অজন্তা সার্কাসের ক্ষেত্রে এই সুবিধা চালু হচ্ছে। নতুন প্রজন্মকে সার্কাস দেখার ব্যাপারে আগ্রহী করতেই এই ব্যবস্থা।
ওয়েব ডেস্ক: এতদিন তো সিনেমার টিকিট বুক করেছেন অনলাইনে। এবার সার্কাসের টিকিট বুকিং সেরে ফেলতে পারেন ট্যাব-মোবাইল-ল্যাপটপেই। অজন্তা সার্কাসের ক্ষেত্রে এই সুবিধা চালু হচ্ছে। নতুন প্রজন্মকে সার্কাস দেখার ব্যাপারে আগ্রহী করতেই এই ব্যবস্থা।
বাঘ-সিংহ গেছে। আকর্ষণ ধরে রাখতে আনতে হচ্ছে বিদেশি শিল্পীদের। ভাবতে হচ্ছে কী করে আপটুডেট করা যায় সার্কাসকে। আগেকার জৌলুস নেই, নেই পুরোন সে ভিড়-ও। ঘাটতি মেটাতে উদ্যোগ নিচ্ছেন সার্কাস-কর্তৃপক্ষরাও। অজন্তা সার্কাস দেখতে আর কষ্ট করে টিকিট কাটতে হবে না। অনলাইনেই মিলবে সার্কাসের টিকিট। মুম্বই ছাড়া আর কোথাও সার্কাসে অনলাইন বুকিং হয় না, জানালেন এক সার্কাস-কর্তা। অনলাইন বুকিংয়ের সিধান্ত যে নিঃসন্দেহে সার্কাসের প্রতি একটি কার্যকরি পদক্ষেপ তাতে কোনও সন্দেহ নেই।