অপারেশন থিয়েটারেই নার্সের গায়ে হাত তুললেন চিকিত্সক, প্রতিবাদে কর্মবিরতি বারাণসীর হাসপাতালে
অপারেশন থিয়েটারের মধ্যে নার্সের গায়ে হাত তুললেন চিকিত্সক। তার প্রতিবাদে কর্মবিরতিতে বসেছেন হাসপাতালের অন্যান্য নার্সরা। শনিবার বারানসীর জেলা মহিলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে। মারের ফলে পা ভেঙে গিয়েছে ওই নার্সের। কোতয়ালি থানায় ওই চিকত্সকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৩২৫ ধারায় এইআইআর দায়ের করা হয়েছে।
অপারেশন থিয়েটারের মধ্যে নার্সের গায়ে হাত তুললেন চিকিত্সক। তার প্রতিবাদে কর্মবিরতিতে বসেছেন হাসপাতালের অন্যান্য নার্সরা। শনিবার বারানসীর জেলা মহিলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে। মারের ফলে পা ভেঙে গিয়েছে ওই নার্সের। কোতয়ালি থানায় ওই চিকত্সকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৩২৫ ধারায় এইআইআর দায়ের করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ওপারেশন থিয়েটারের মধ্যে খুব সামান্য বিষয় নিয়ে ওই নার্সের সঙ্গে বচসায় জরিয়ে পড়েন অ্যানেসথিওলজিস্ট ডা. একে সাহি। তার জেরেই ওই নার্সের হায়ে হাত তোলেন সাহি। একটি সিজারিয়ান অস্ত্রপচার চলছিল সেইসময়। ঘটনার পরই অভিযুক্ত ডাক্তারের সাসপেনশন দাবি করেন ওই নার্স। এমনকী, জেলা প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানান ওই নার্স। প্রসঙ্গত, বারানসীর সাংসদও মোদী।
ঘটনার পর থেকেই অন্যান্য নার্সদের কর্মবিরতির জেরে হাসাপাতালে অচল অবস্থা চলছে। হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট ডা শৈল ত্রিপাঠী জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এরমধ্যেই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে পুলিস। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।