ওড়িশায় গুলির লড়াইয়ে মৃত্যু মাওবাদী নেতা সোনাধরের

ওড়িশার মালকানগিরিতে গুলির লড়াইয়ে মৃত্যু হল মাওবাদী নেতা সোনাধরের। সংঘর্ষে মৃত্যু হয়েছে তার দুই দেহরক্ষীরও। ২০১৩ সালে ছত্তিসগড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা, কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মাসহ তিরিশ জন কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা করে মাওবাদীরা। সেই অপারেশনের নেতৃত্বে ছিল সোনাধর। গোপনসূত্রে খবর পেয়ে ওড়িশার ভেজগুডা জঙ্গলে শনিবার অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ ও ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ফোর্স।

Updated By: Sep 20, 2015, 08:41 AM IST
ওড়িশায় গুলির লড়াইয়ে মৃত্যু মাওবাদী নেতা সোনাধরের

ওয়েব ডেস্ক: ওড়িশার মালকানগিরিতে গুলির লড়াইয়ে মৃত্যু হল মাওবাদী নেতা সোনাধরের। সংঘর্ষে মৃত্যু হয়েছে তার দুই দেহরক্ষীরও। ২০১৩ সালে ছত্তিসগড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা, কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মাসহ তিরিশ জন কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা করে মাওবাদীরা। সেই অপারেশনের নেতৃত্বে ছিল সোনাধর। গোপনসূত্রে খবর পেয়ে ওড়িশার ভেজগুডা জঙ্গলে শনিবার অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ ও ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ফোর্স।

জঙ্গলের মধ্যে শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। সেই সংঘর্ষে মৃত্যু হয় সোনাধর ও তার দুই দেহরক্ষীর। নিহত সোনাধর ছত্তিসগড়ে মাওবাদীদের দরভা এরিয়া কমিটির সম্পাদক। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, বেশ কয়েকটি ধারাল অস্ত্র, ওয়াকিটকি সেট, মাওবাদীদের ইউনিফর্ম এবং মাওবাদী প্রচারপত্র।

.