বকেয়া ৩০০০ কোটি টাকা, ছটি বিমানবন্দরে জ্বালানি পাবে না এয়ার ইন্ডিয়া

বকেয়া টাকার পরিমাণ দিন দিন বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত। 

Updated By: Aug 23, 2019, 02:47 PM IST
বকেয়া ৩০০০ কোটি টাকা, ছটি বিমানবন্দরে জ্বালানি পাবে না এয়ার ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন তেল সংস্থার কাছে এয়ার ইন্ডিয়ার বকেয়া প্রায় ৩০০০ কোটি টাকা। সেই টাকা না মেটানো পর্যন্ত এয়ার ইন্ডিয়াকে জ্বালানি সরবরাহ করা হবে না বলে জানাল তেল সংস্থাগুলি। দেশের ছটি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়াকে জ্বালানি সরবরাহ করা বন্ধ করে দিল সংস্থাগুলি। 

 

বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ তেল সংস্থাগুলি জানায়, কোচি, পুনে, পাটনা, রাঁচি এবং বিশাখাপত্তনম বিমানবন্দরে এয়ার ইন্ডিয়াকে জ্বালানি দেওয়া বন্ধ করা হল। বকেয়া টাকার পরিমাণ দিন দিন বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত। 

আরও পড়ুন : মিড-ডে মিল বিতর্ক এ বার যোগী রাজ্যে, শুধু রুটি আর নুন খাচ্ছে পড়ুয়ারা, দেখুন ভিডিয়ো

তবে, জ্বালানি সরবরাহ বন্ধ হলেও রাষ্ট্রায়াত্ব বিমানসংস্থার উড়ানে কোনও পরিবর্তন আসছে না। এবার থেকে ওই বিমানবন্দরগুলিতে যাওয়ার সময়ে দ্বিগুণ জ্বালানি ভরে উড়ে যাবে বিমানগুলি। তবে, অতিরিক্ত জ্বালানি ভরা হলে বিমানের ওজন বৃদ্ধি পায়। ফলে, কম সংখ্যক ব্যক্তি নিয়েই উড়তে হবে বিমানগুলিকে। এতে এয়ার ইন্ডিয়ার ক্ষতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

.