জম্মু-কাশ্মীরে CRPF-এর গুলিতে যুবকের মৃত্যু, অশান্ত উপত্যকা আরও উত্তপ্ত

Updated By: Apr 18, 2015, 12:13 PM IST
জম্মু-কাশ্মীরে CRPF-এর গুলিতে যুবকের মৃত্যু, অশান্ত উপত্যকা আরও উত্তপ্ত

 

ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরে অশান্তি ক্রমশ বাড়ছে। উপত্যকার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আজ বদগামে CRPF-এর গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অন্য দু-জন হাসপাতালে ভর্তি।

গত সোমবার পুলওয়ামা জেলার ত্রালে সেনাবাহিনীর হাতে দুই যুবকের মৃত্যুর প্রতিবাদে বদগামে বিক্ষোভ চলছিল। মিছিল থেকে CRPF-কে লক্ষ্য করে পাথর ছোঁড়া হলে জওয়ানরা পাল্টা গুলি চালান। গুলির আঘাতে প্রাণ হারান ওই যুবক।

উপত্যকায় পাকিস্তানের পতাকা ওড়ানোর অভিযোগে গতকাল বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলমকে গ্রেফতার করা হয়। গতকালই, শ্রীনগর থেকে ত্রাল পর্যন্ত হুরিয়তের মিছিলে জনতা-পুলিস সংঘর্ষে আহত হন মোট ১৪ জন।

.