কৃষি আইন প্রত্যাহারে কৃতিত্ব কার? কাড়াকাড়ি বিরোধী নেতা-নেত্রীদের!

কৃষি আইন নিয়ে শুরু থেকেই অনড় ছিল কেন্দ্র। তা হলে শেষ পর্যন্ত কার চাপে পিছু হঠল মোদী সরকার?

Updated By: Nov 20, 2021, 12:10 AM IST
কৃষি আইন প্রত্যাহারে কৃতিত্ব কার? কাড়াকাড়ি বিরোধী নেতা-নেত্রীদের!

নিজস্ব প্রতিবেদন: সবেমাত্র কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা হয়েছে। তারই মধ্যে কৃতিত্ব নিতে শুরু হয়ে গিয়েছে কাড়াকাড়ি। নিজের পুরনো বক্তব্য রি-টুইট করে রাহুল বোঝাতে চাইলেন, কংগ্রেসের চাপেই পিছু হঠেছে মোদী সরকার। কৃষকদের শুভেচ্ছা জানিয়ে কবিতা লিখলেন মমতা। মোদীকে নিশানা করে অখিলেশ-কেজরীরাও যেন মনে করালেন, তাঁরাও আন্দোলনের অঙ্গ। 

কৃষি আইন নিয়ে শুরু থেকেই অনড় ছিল কেন্দ্র। তা হলে শেষ পর্যন্ত কার চাপে পিছু হঠল মোদী সরকার? জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের পরই, কৃতিত্ব নিতে কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। শুক্রবার সকালেই টুইটে বিজেপিকে নিশানা করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, দেশের অন্নদাতারা সত্যাগ্রহের মাধ্যমে অহংকারের মাথা নত করে দিয়েছেন। অন্যয়ের বিরুদ্ধে এই জয়কে অভিনন্দন। সেই সঙ্গে নিজের পুরনো বক্তব্য রি-টুইট করে রাহুল যেন বোঝাতে চাইলেন, কংগ্রেসের চাপেই কৃষি আইন নিয়ে পিছু হঠেছে মোদী সরকার। কৃষি আইন প্রত্যাহারের জন্য রাহুলকে কৃতিত্ব দিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধীও। 

কৃষি আইন নিয়ে পিছু হঠার দিনে গেরুয়া শিবিরকে নিশানা করেছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরাও। 

শুরুর দিন থেকেই কৃষক আন্দোলনের প্রতি সমর্থন ছিল তৃণমূলের। দিল্লির সিঙ্ঘু সীমানায় আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকায়েত। তাই আইন প্রত্যাহারের দিনে, আন্নদাতাদের জন্য কবিতা লিখলেন তৃণমূল নেত্রী। 

কৃষক আন্দোলনকে কুর্নিশ জানিয়ে টুইট করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, কৃষকদের দীর্ঘ ও কঠিন সংগ্রাম, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাদের দৃঢ়তা এবং সংকল্প বিজেপিকে তাদের আসল জায়গা দেখিয়েছে। 

কৃষক আন্দোলনেই সাফল্যে। তার জন্য অবশ্য তৃণমূলকে নম্বর দিতে নারাজ বাম কৃষক সংগঠনের নেতা হান্নান মোল্লা। কৃষি আন্দোলন নিয়ে জোড়াফুল শিবিরকে বিঁধেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।  

অন্নদাতাদের দীর্ঘ আন্দোলন। শেষমেষ তাতেই সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ আন্দোলনের সাফল্যে নেতারা ভাগ বসাতে চাইবেন, তা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু শেষ পর্যন্ত লাভের ফসল কার ঘরে উঠবে, তা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। 

আরও পড়ুন- পশ্চাদমুখী সিদ্ধান্ত, আইন-প্রত্যাহারে হতাশ সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেল-সদস্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.