Rahul-এর নেতৃত্বে Breakfast টেবিলে একজোট বিরোধীরা, Modi-কে মোকাবিলার রণকৌশল

সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না: Adhir 

Updated By: Aug 3, 2021, 02:14 PM IST
Rahul-এর নেতৃত্বে Breakfast টেবিলে একজোট বিরোধীরা, Modi-কে মোকাবিলার রণকৌশল

নিজস্ব প্রতিবেদন:  কখনও কৃষি বিল (Farm Law) তো কখনও Prgasus ইস্য়ু, বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই সংসদের ঘরে-বাইরে সরব বিরোধীরা। কেন্দ্রের বিজেপি সরকারকে বিপাকে ফেলতে তাঁরা কোনও কসুর করছেন না। ২০২৪-এর লোকসভা ভোটের আগে একজোট হওয়ার বার্তা দিচ্ছেন। এই পরিস্থিতিতে আগামী দিনের রণকৌশল তৈরি করতে মঙ্গলবার ব্রেকফাস্ট টেবিলে একজোট হলেন বিরোধীরা। 

রাহুল গান্ধীর নেতৃত্বে মঙ্গলবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে প্রাতঃরাশ সারেন বিরোধী সাংসদরা। কংগ্রেস ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল, NCP, শিবসেনা, RJD, SP, সিপিআইএম, CPI, RSP, ঝাড়কণ্ড মুক্তি মোর্চা, ন্য়াশনাল কনফারেন্স, LJD সাংসদরা। তবে উল্লেখযোগ্য ভাবে বৈঠকে গরহাজির অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি  এবং মায়াবতীর বিএসপি। বৈঠক শেষে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানান লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। 

আরও পড়ুন: প্রকাশিত হল CBSE দশমের রেজাল্ট, কীভাবে জানবেন নম্বর? রইল বিস্তারিত তথ্য

আরও পড়ুন:Video: জম্মু-কাশ্মীরের রঞ্জিত সাগর ড্যামে ভেঙে পড়ল Army copter, চলছে তল্লাশি

Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন, 'সংসদের মধ্যে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। তাই সংসদের বাইরে আমরা আমাদের কথা তুলে ধরছি। ভারতের বাজার অগ্নিমূল্য। কৃষকদের অবস্থা খারাপ। লাগামহীন মূল্যবৃদ্ধি। পেগাসাস নামক জাসুসি। আমাদের জীবন কেড়ে নেওয়ার চক্রান্ত করচে মোদী সরকার। আমরা সমস্ত কিছুর বিরোধিতা করছি।

.