দাগী সাংসদ, বিধায়কদের রক্ষায় আনা অর্ডিন্যান্সের সমালোচনায় রাহুল

দাগী সাংসদ, বিধায়কদের রক্ষায় আনা অর্ডিন্যান্সের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের `নম্বর ২` রাহুল গান্ধী। এই অর্ডিন্যান্স অর্থহীন ছিঁড়ে ফেলা উচিত বলে মন্তব্য করেন তিনি। ব্যক্তিগতভাবে এই অর্ডিন্যান্সের বিরোধীতা করছেন বলেও জানিয়েছেন রাহুল। ।

Updated By: Sep 27, 2013, 02:32 PM IST

দাগী সাংসদ, বিধায়কদের রক্ষায় আনা অর্ডিন্যান্সের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের 'নম্বর ২' রাহুল গান্ধী। এই অর্ডিন্যান্স অর্থহীন ছিঁড়ে ফেলা উচিত বলে মন্তব্য করেন তিনি। ব্যক্তিগতভাবে এই অর্ডিন্যান্সের বিরোধীতা করছেন বলেও জানিয়েছেন রাহুল। ।
প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশের বাইরে। এই সময় সরকারের আনা একটি অর্ডিন্যান্সের রাহুল গান্ধীর সরাসরি বিরোধীতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। এদিন রাহুল বলেন, "এই অর্থহীন অর্ডিনেন্স বন্ধ করা উচিত।"
রাহুলে গান্ধীর এই মন্তব্যের পর কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া
অজয় মাকেন, কংগ্রেস: নৈতিক ও আদর্শের খাতিরে রাহুল গান্ধী এই মন্তব্য করেছেন।
অরুণ জেটলি, বিজেপি: উনি 'ডেসপারেট' হয়ে গিয়েছেন। একটা দৃষ্টান্ত যখন সৃষ্টি হচ্ছে, তখন কংগ্রেস চেষ্টা করছে তাদের দোষ ঢাকার।
মুক্তার আব্বাস নকবি, বিজেপি: এটা সরকার না নাটক? তবে কোনও নাটক করেই কংগ্রেস তাঁদের দোষ ঢাকতে পারবে না।
মীনাক্ষী লেখি, বিজেপি: এটা রাজনৈতিক কৌশল। রাষ্ট্রপতি সম্ভবত অর্ডিনান্সটা ফিরিয়ে দবেন। কাউকে তো একটা এর 'ক্রেডিট' নিতেই হবে।
সৌগত রাত, তৃণমূল: এই অর্ডিনেন্সটা কয়েকজনকে নিরাপত্তা দিতেই ছিল। নৈতিক ভাবে এটা ঠিক নয়।

.