পরিবারে পুরুষদের ওপরে অত্যাচার বাড়ছে, চমক মধ্যপ্রদেশ পুলিসের পরিসংখ্যানে
মহিলাদের পাশাপাশি পুরুষরাও যে পারিবারিক হিংসার শিকার তা প্রায়ই শোনা যায়। কিন্তু মধ্যপ্রদেশ পুলিসের একটি পরিসংখ্যানে চোখ বোলালে আশ্চর্য হতে হয়।
নিজস্ব প্রতিবেদন: মহিলাদের পাশাপাশি পুরুষরাও যে পারিবারিক হিংসার শিকার তা প্রায়ই শোনা যায়। কিন্তু মধ্যপ্রদেশ পুলিসের একটি পরিসংখ্যানে চোখ বোলালে আশ্চর্য হতে হয়।
মধ্যপ্রদেশ পুলিসের পরিসংখ্যান অনুযায়ী, স্ত্রীরা তাদের স্বামীকে মারধর করেন বা অন্যান্য অত্যাচারের অভিযোগ নিয়ে ১০০ নম্বরে ফোন করেছেন এমন স্বামীর সংখ্যা দিনদিন বাড়ছে। গত চার মাসে ওই ধরনের অভিযোগের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮০০।
আরও পড়ুন-রাজ্যে দুর্যোগের বলি ৭, ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের আশ্বাস উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর
রাজ্যের ১০০ সার্ভিসের জনসংযোগ অধিকারিক হেমন্ত শর্মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘সব ধরনের পারিবারিক হিংসার তথ্য আমাদের কাছে থাকে। ফলে স্বামীদের উপরে স্ত্রীদের হিংসার ঘটনার হিসেবেও সামনে আসছে।’ প্রসঙ্গত, গত চার মাসে মধ্যপ্রদেশে মহিলাদের উপরে পারিবারিক হিংসার ঘটনার সংখ্যা ২২,০০০।
রাজ্যের মধ্যে ইন্দোরে স্বামীদের উপরে স্ত্রীদের অত্যাচারের ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। গত চার মাসে ওই ধরনের ঘটনার সংখ্যা ঘটেছে ৭২টি। অন্যদিকে, ভোপালে ঘটেছে ৫২টি স্বামী পেটানোর ঘটনা।
আরও পড়ুন-রায়দিঘিতে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, মন্দিরবাজারে বিজেপি কর্মীকে খুনের চেষ্টা
কেন এই উলটপুরাণ? রাজ্যের একটি নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরবিন্দ চৌহান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আসলে মেয়েরাও সমানাধিকার ও আইনের ব্যাপারে অবহিত হচ্ছে। পাশাপাশি মিডিয়াও মহিলাদের ইস্যুগুলি বেশি তকে তুলে ধরছে। ফলে পাল্টা ব্যবস্থার পথে হাঁটছে মেয়েরা।