রাতভর উত্তপ্ত সীমান্ত, ৬০টি খুঁটি লক্ষ্য করে গুলি চালাল পাকসেনা
টানা চারদিন ধরে চলছে গুলির লড়াই। বুধবার রাতে ভারতের ৮০টি গ্রামের ৬০টি সীমান্ত খুঁটি লক্ষ্য করে গুলি চালায় পাকসেনা। জম্মু, সাম্বা ও কথুয়া জেলায় পাকসেনার মর্টার শেলে আহত হয়েছেন ৩ জন।
ওয়েব ডেস্ক: টানা চারদিন ধরে চলছে গুলির লড়াই। বুধবার রাতে ভারতের ৮০টি গ্রামের ৬০টি সীমান্ত খুঁটি লক্ষ্য করে গুলি চালায় পাকসেনা। জম্মু, সাম্বা ও কথুয়া জেলায় পাকসেনার মর্টার শেলে আহত হয়েছেন ৩ জন।
জম্মুর কনচক ও পরগোয়াল সাব সেক্টর ও কথুয়ার হিরানগর লক্ষ্য করে শুরু হয় গুলি চালানো। গত ২৪ ঘণ্টায় পাকসেনা মোট ৫০টি সীমান্ত খুঁটি ও ৩৫টি সেনাছাউনিতে হামলা চালায়। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৫ জন। চলতি মাসের প্রথমে জম্মু ও পুঞ্চে হামলা শুরু করলেও গতকাল নতুন করে সাম্বা ও কথুয়া জেলার সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকসেনা।
সাম্বার জলদি জেলায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। এদের মধ্যে রয়েছেন ৩ বিএসএফ জওয়ান। অক্টোবর মাসের ১ তারিখ থেকে এখও পর্যন্ত ১৬ হাজার গ্রামবাসীকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মাসেই অন্তত চব্বিশ বার সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে পাকসেনা।