জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের শিকার আরও ২ শিশু

জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের শিকার আরও দুই শিশু। সাম্বার রামগড় সেক্টরে পাক রেঞ্জার্সের বেপরোয়া গুলিতে প্রাণ হারাল দুজন। আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি আরও আটজন। এর আগে রামগড়েই সীমান্তের ওপার থেকে ছুটে আসা গুলিতে মৃত্যু হয় বছর বাইশের এক তরুণীর। প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক মণীশ মেহেতা জানিয়েছেন, ভোর থেকেই নৌশেরায় নিয়ন্ত্রণ রেখা বরাবর BSF ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা হামলা শুরু করে পাক সেনা। RS পুরার আর্নিয়া সেক্টরে পিন্ডি গ্রামে গুরুতর জখম হন দুই মহিলা। প্রায় সবকটি জায়গায় পাক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা।

Updated By: Nov 1, 2016, 02:48 PM IST
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের শিকার আরও ২ শিশু

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের শিকার আরও দুই শিশু। সাম্বার রামগড় সেক্টরে পাক রেঞ্জার্সের বেপরোয়া গুলিতে প্রাণ হারাল দুজন। আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি আরও আটজন। এর আগে রামগড়েই সীমান্তের ওপার থেকে ছুটে আসা গুলিতে মৃত্যু হয় বছর বাইশের এক তরুণীর। প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক মণীশ মেহেতা জানিয়েছেন, ভোর থেকেই নৌশেরায় নিয়ন্ত্রণ রেখা বরাবর BSF ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা হামলা শুরু করে পাক সেনা। RS পুরার আর্নিয়া সেক্টরে পিন্ডি গ্রামে গুরুতর জখম হন দুই মহিলা। প্রায় সবকটি জায়গায় পাক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা।

.