শিখ তরুণদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই, চাঞ্চল্যকর রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এখন প্রবল চাপে রেখেছে সেদেশের জঙ্গি নেতাদের। ফলে ওইসব জঙ্গি নেতা এখন ভারতে নতুন করে শিকড় চালনোর চেষ্টা করছে
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের পর এবার শিখ যুবকদের তাতাচ্ছে পাকিস্তান। আইএসআই-এর তত্ত্বাবধানে পাকিস্তানের মাটিতে শিখ তরুণদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়াও কানাডা ও দুনিয়ার অন্যান্য দেশে বসাবসকারী শিখ তরুণদেরও ভারত বিরোধী উস্কানি দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই রিপোর্টে বলা হয়েছে, জঙ্গি দমনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এখন পুলিসের কাছে বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এখন প্রবল চাপে রেখেছে সেদেশের জঙ্গি নেতাদের। ফলে ওইসব জঙ্গি নেতা এখন ভারতে নতুন করে শিকড় চালনোর চেষ্টা করছে। বেকার যুবক, দুষ্কৃতী ও ড্রাগ পাচারকারীদের ভারতের বিরুদ্ধে খাড়া করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন-রক্তাক্ত ইন্দ্রলোক! ঘরের বাইরে উদ্ধার পরিচারিকা, ভিতরে সংজ্ঞাহীন অবস্থায় মিলল যুবক
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, জঙ্গি প্রশিক্ষণ পেয়ে শিখ তরুণরা দেশে ফিরে তাদের জাল বিস্তারের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এরাই ভারতে লোন উলফ ধাঁচে হামলা চালাতে পারে। লস্কর, জৈশ, সিমি, আল উমরাহ-এর মতো গোষ্ঠীগুলির পাশাপাশি এইসব শিখ তরুণরা দেশের নিরাপত্তার ক্ষেত্রে মাথাব্যথা হয়ে উঠতে পারে।