সীমান্তে সংঘর্ষবিরতি ভেঙে নাগাড়ে গুলি চালাচ্ছে পাকিস্তান, পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা
মঙ্গলবার সকাল থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর দফায় দফায় গুলিবর্ষণ করে চলেছে পাক সেনা। রবিবার থেকে এ নিয়ে পর পর তিন দিন সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে সীমান্তে অশান্তি ছড়াচ্ছে পাক সেনা।
নিজস্ব প্রতিবেদন: ফের একবার সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নাগাড়ে সীমান্তের ওপার থেকে গুলি চালাল পাকিস্তানের সেনা। মঙ্গলবার সকাল থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর দফায় দফায় গুলিবর্ষণ করে চলেছে পাক সেনা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের শাহপুর ও কিরণির সীমান্ত লাগোয়া অঞ্চলে সকাল থেকেই সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গুলি চালাচ্ছে পাক সেনা। ভারতীয় সেনা বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে। রবিবার থেকে এ নিয়ে পর পর তিন দিন সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে সীমান্তে অশান্তি ছড়াচ্ছে পাক সেনা।
Jammu & Kashmir: Pakistan violated ceasefire in Shahpur & Kirni sectors of Poonch district today at about 0745 hours. pic.twitter.com/PK32L4DEYf
— ANI (@ANI) October 1, 2019
Jammu and Kashmir: Pakistan violates ceasefire along the Line of Control (LoC) in Mendhar and Balakote sectors of Mendhar sub-division in Poonch district.
— ANI (@ANI) September 29, 2019
আরও পড়ুন: নরেন্দ্র মোদীর ‘ট্রাম্প সরকার’ মন্তব্যের ব্যাখ্যা দিতে মুখ খুললেন জয়শঙ্কর
রবিবার পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন মেন্দার এবং বালাকোটে পাক সেনার গুলিতে গুরুতর জখম হয়েছেন তিন মহিলা-সহ চারজন সাধারণ মানুষ। গত শনিবারও এই শাহপুর ও কিরণির সীমান্ত লাগোয়া অঞ্চল অশান্ত হয়ে ওঠে পাক সেনার হামলায়।