জম্মুতে ফের অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ পাকসেনার, আহত দুই বিএসএফ জওয়ান

ফের সীমান্তে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার জম্মুর ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর বেশ কিছু জায়গায় বিনা প্ররোচনায় গুলি চালাল পাকসেনা। খবরে প্রকাশ আজ ভোরে আরএস পুরা অঞ্চলের চার জায়গায় আন্তর্জাতিক সীমা বরাবর ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) উপর গুলি চালায় তারা।

Updated By: Aug 11, 2014, 01:35 PM IST
জম্মুতে ফের অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ পাকসেনার, আহত দুই বিএসএফ জওয়ান

জম্মু: ফের সীমান্তে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার জম্মুর ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর বেশ কিছু জায়গায় বিনা প্ররোচনায় গুলি চালাল পাকসেনা। খবরে প্রকাশ আজ ভোরে আরএস পুরা অঞ্চলের চার জায়গায় আন্তর্জাতিক সীমা বরাবর ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) উপর গুলি চালায় তারা।

আরএসপুরা সেক্টরের দুই বিএসএফ জওয়ান পাক সেনার গুলিবর্ষণের ফলে আহত হয়েছেন। জোহরা পোস্ট, নোওয়া পিন্ড, জোগনা চক ও টেন্ট পোস্টে গুলি চালিয়েছে পাক সেনা। কোনও কোনও সূত্র দাবি করছে ১০টি বিএসএফ পোস্ট লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। আজ ভোর ৪টে১৫ নাগাদ গুলি চালাতে শুরু করে প্রতিবেশী রাষ্ট্রের সেনারা। পাক সেনার হঠাৎ আক্রমণের প্রত্যুত্তর দিতে শুরু করে বিএসএফ। এখনও সীমান্ত বরাবপ্র গুলির লড়াই চলছে।

গতকালও পুঞ্চের মেনধার অঞ্চলে এলওসি বরাবর অস্ত্রবিরতি ভঙ্গ করেছিল পাকিস্তান।

.