কাশ্মীর সীমান্তে ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের

নিয়ন্ত্রণরেখা বরাবর ফের পাক উস্কানি। রাজৌরি জেলার মাঞ্জাকোট ও চিটি বাকি সেক্টরে ভোররাত থেকে ভারী গোলাবর্ষণ করছে পাক রেঞ্জার্সরা। এই পরিস্থিতিতে প্রায় একহাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছে ভারতীয় সেনাবাহিনী। গোটা এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

Updated By: May 14, 2017, 10:07 AM IST
কাশ্মীর সীমান্তে ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের

ওয়েব ডেস্ক : নিয়ন্ত্রণরেখা বরাবর ফের পাক উস্কানি। রাজৌরি জেলার মাঞ্জাকোট ও চিটি বাকি সেক্টরে ভোররাত থেকে ভারী গোলাবর্ষণ করছে পাক রেঞ্জার্সরা। এই পরিস্থিতিতে প্রায় একহাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছে ভারতীয় সেনাবাহিনী। গোটা এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন- নিহত ভারতীয় জওয়ান লেফটেন্যান্ট উমর ফইয়াজকে শ্রদ্ধা, ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিল

গত কয়েক মাস ধরেই দফায় দফায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলছে পাকিস্তান। সীমান্ত বরাবর গুলি চালানো থেকে ভারতীয় সেনা ক্যাম্প লক্ষ্য করে হামলা করছে তারা। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন সেনা জওয়ানের। এমনকি তাদের বিরুদ্ধে কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় উস্কানি দেওয়ারও অভিযোগ উঠেছে বারবার।

.