পাকসেনা হামলায় জম্মুতে নিহত কোচবিহারের জওয়ান সঞ্জয়
পাক বাহিনীর হামলায় জম্মুতে নিহত হলেন এ রাজ্যের এক বিএসএফ জওয়ান। সঞ্জয় ধর নামে ওই জওয়ান কোচবিহারের দিনহাটার বাসিন্দা। তিনি ১৯২ বিএসএফ ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। হামলায় আহত হয়েছেন আরও তিন জওয়ান। এছাড়াও তিন জন সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন।
জম্মু: পাক বাহিনীর হামলায় জম্মুতে নিহত হলেন এ রাজ্যের এক বিএসএফ জওয়ান। সঞ্জয় ধর নামে ওই জওয়ান কোচবিহারের দিনহাটার বাসিন্দা। তিনি ১৯২ বিএসএফ ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। হামলায় আহত হয়েছেন আরও তিন জওয়ান। এছাড়াও তিন জন সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন।
সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আজও আন্তর্জাতিক সীমান্তে প্রবল গুলিবর্ষণ করা হয় পাক সেনার তরফে। এ নিয়ে চলতি মাসে তৃতীয়বার চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। আরএস পুরায় আর্নিয়ার কাছে পিত্তল আউটপোস্টে হামলা হয়। ভারতীয় সেনার দাবি, কোনওরকম প্ররোচনা ছাড়াই পাক বাহিনী গুলি চালিয়েছে। হামলার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।