নবম দিনেও মুলতুবি সংসদ
খুচরো ব্যবসায়ে বিদেশি লগ্নি ইস্যুতে শুক্রবারও মুলতুবি হয়ে গেল সংসদ। এই নিয়ে টানা নদিন কোনও কাজই হল না। শীতকালীন অধিবেশনের প্রায় অর্ধেক সময় বিনা কাজেই কেটে গেল। বিরোধীদের সঙ্গেই সংসদে বিদেশি লগ্নির বিরোধিতায় সরব হয় ইউপিএ শরিক তৃণমূল কংগ্রেস।
খুচরো ব্যবসায়ে বিদেশি লগ্নি ইস্যুতে শুক্রবারও মুলতুবি হয়ে গেল সংসদ। এই নিয়ে টানা নদিন কোনও কাজই হল না। শীতকালীন অধিবেশনের প্রায় অর্ধেক সময় বিনা কাজেই কেটে গেল। বিরোধীদের সঙ্গেই সংসদে বিদেশি লগ্নির বিরোধিতায় সরব হয় ইউপিএ শরিক তৃণমূল কংগ্রেস। প্রবল হট্টগোলে দিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন। পরবর্তী অধিবেশন আগামী সাতই ডিসেম্বর। এদিকে খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি ইস্যুতে শরিক এবং বিরোধীদের স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। যাঁরা এই সিদ্ধান্ত কার্যকরের ব্যাপারে ইচ্ছুক, তাঁদের যেন বাধা দেওয়া না হয়, বলে জানিয়েছেন তিনি। সংসদে এবিষয়ে আলোচনা এবং ভোটাভুটির বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলেও অর্থমন্ত্রী জানান।