ক্যাশ নেই, পাবলিক টয়লেট ব্যবহার করে ৫ টাকার চেক কেটে দিলেন ইনি!
পাবলিক টয়লেট ব্যবহার করে ৫ টাকার চেক কেটে দিলেন 'ক্যাশ লেস' 'মাদুরাই ম্যান'।
ওয়েব ডেস্ক: পাবলিক টয়লেট ব্যবহার করে ৫ টাকার চেক কেটে দিলেন 'ক্যাশ লেস' 'মাদুরাই ম্যান'।
৮ নভেম্বর থেকেই দেশে 'নোট বাতিল' ইস্যুতে ক্যাশ লেস মোডে আম জনতা। পকেটে টাকা আছে, অথচ লেনদেন হবে না। ব্যাঙ্কে গচ্ছিত নিজের টাকাই পাচ্ছেন না আমানতকারী। ২০০০ টাকার নতুন নোট হাতে পেয়েছে আম আদমি, তবে আকাল পড়েছে খুচরোর। তাই টাকা হাতে পেয়েও বিপদেই জনতা। সবাই না চাইলেও ক্যাশ লেস সমাজের পথেই হাঁটছে ভারত। হাজারো প্রশ্ন, হাজারো আশঙ্কা থাকলেও ই-ওয়ালেটকে সঙ্গী করেছেন অনেকেই। এবার সামনে আসল চেকের লেনদেন। ৫ টাকার চেক দিয়ে পাবলিক টয়লেট ব্যবহার করার নজির বোধহয় এটাই প্রথম।