শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তোড়জোড়, আনা হচ্ছে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব!

তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগেও তৃণমূল সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। ফলে একে আমল দিচ্ছে না তৃণমূল কংগ্রেস।

Updated By: Jul 22, 2021, 07:43 PM IST
শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তোড়জোড়, আনা হচ্ছে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব!

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণের হাত থেকে কাগজ কেড়ে ছিঁড়ে ফেলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। এমনটাই খবর সূত্রের।

দিল্লির রাজনৈতিক মহলের খবর, তৃণমূল সাংসদ শান্তনু সেনের ওই ধরনের আচরণের জন্য তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস বা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে পারে সরকার।  আাগামিকাল আনা হতে পারে ওই প্রস্তাব।

আরও পড়ুন-কেন 'খেলা হবে দিবস' ১৬ অগাস্ট? সাতের দশকে ক্রিকেটের একটি ঘটনা মনে করালেন Mamata   

উল্লেখ্য, পেগাসাস ফোন ট্যাপিং বিতর্ক নিয়ে আজ বলতে ওঠেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। তৃণমূলের দাবি, পেগাসাস নিয়ে অসত্য তথ্য দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বক্তব্যের সময়েই তাঁর কাছে দিয়ে কাগজ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেন শান্তনু। 

এদিকে, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখরের দাবি, শান্তনুকে অশ্রাব্য় ভাষায় গালিগালাজ করেছেন কেন্দ্রী মন্ত্রী হরদীপ পুরী। এমনকি তাঁকে শারীরিক হেনস্থা করারও চেষ্টা করা হয়েছিল।

এদিকে, শান্তনু সেনের ওই আচরণকে গুন্ডাগিরি বলে বর্ণনা করে শাস্তির দাবি করেছেন বিজেপি সাংসদ স্বপন দাসগুপ্ত। পাশাপাশি বিজেপি সাংসস মিনাক্ষী লেখি এক সাংবাদিক সম্মেলনে বলেন, তৃণমূল সহ বিরোধীরা এতটাই নীচে নেমে গিয়েছে যে দেশের মান মর্যাদার প্রতি তাদের খেয়াল নেই।   

এদিকে, বিজেপি সূত্রে খবর, সংসদে ওই ধরনের আচরণের জন্য শান্তুনু সেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামিকাল শান্তনু সেনের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস আনা হতে পারে। অর্থাত্ শান্তনু সেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করবে বিজেপি।

আরও পড়ুন-প্রেমিকের সঙ্গে ঘনিষ্টতার ভিডিও ফাঁস! পাথরপ্রতিমায় 'আত্মঘাতী' বিবাহিত শিক্ষিকা

অন্যদিকে, তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগেও তৃণমূল সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। ফলে ওই ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হলেও তাকে খুব একটা আমল দিচ্ছে না তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত,গত বছর রাজ্যসভায় কৃষি আইনকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্যসভা। সাসপেন্ড হন ডেরেক ওব্রায়েন সহ একঝাঁক বিরোধী সাংসদ। এবারও সেরকম কোনওকিছু ঘটতে পারে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.