আন্তর্জাতিক ও বিরোধীদের ষড়যন্ত্র, ফোনে আড়িপাতা-কাণ্ডে 'ক্রোনোলজি' বোঝালেন Shah
পেগাসাস (Pegasus) রিপোর্ট ফাঁস নিয়ে সোমবার উত্তাল হয় সংসদের উভয়কক্ষ। অমিত শাহের ইস্তফা দাবি করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
নিজস্ব প্রতিবেদন: ফোনে আড়িপাতার রিপোর্ট প্রকাশ্যে আসতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ইস্তফা দাবি করেছে কংগ্রেস। তার পরই এনিয়ে 'ক্রোনোলজি' বোঝালেন শাহ। তাঁর অভিযোগ, বাদল অধিবেশনের আগে এটা ভারতের উন্নয়নকে বেলাইন করার ষড়যন্ত্র। তাতে জড়িত আন্তর্জাতিক সংস্থাগুলি ও বিরোধীরা।
পেগাসাস রিপোর্ট ফাঁস নিয়ে সোমবার উত্তাল হয় সংসদের উভয়কক্ষ। অমিত শাহের ইস্তফা দাবি করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তার পরই বিবৃতি দিয়ে অমিত শাহ (Amit Shah) জানান, বাদল অধিবেশন শুরুর আগের সন্ধ্যায় একটা রিপোর্ট প্রকাশিত হল। একটাই লক্ষ্য, পুরনো কাহিনি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বদনাম করতে হবে। এবং বেলাইন করতে হবে দেশের উন্নয়নকে। চলতি বাদল অধিবেশন নিয়ে প্রচুর আশা দেশবাসীর। দেশের কৃষক, যুব, মহিলা ও অনগ্রসর সমাজের উন্নয়নে একাধিক বিল নিয়ে আলোচনা ও বিতর্ক হওয়ার কথা। সমস্ত বিষয়ে আলোচনায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন কয়েক আগে মহিলা, তপশিলী জাতি ও উপজাতি, অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরা স্থান পেয়েছেন মন্ত্রিসভার সম্প্রসারণে। এটা হজম করতে সমস্যা হচ্ছে কিছু শক্তির। প্রশ্ন উঠছে, কার কথায় এরা নাচছে? কে ভারতকে বদনাম করতে চাইছে? প্রতিবার দেশকে মন্দভাবে তুলে ধরে কারা আনন্দ পায়?'
'আপ ক্রোনোলজি সমঝিয়ে'- শাহের এই বাক্য নিয়ে তাঁকে বেঁধেন বিরোধীরা। সোমবার আড়িপাতা-কাণ্ডের জবাব দিতে গিয়ে এই বাক্যাংশই ব্যবহার করলেন অমিত শাহ (Amit Shah)। তাঁর কথায়,'অনেকে হালকা চলে আপ ক্রোনোলজি সমঝিয়ে বলে থাকেন। আমি আজ গুরুতর অভিযোগ করছি, নির্বাচিত ফাঁস ও হট্টগোলের সময় দেখে স্পষ্ট আপ ক্রোনোলজি সমঝিয়ে। বাধাদানকারীদের জন্য এই রিপোর্টটি তৈরি করেছে হট্টগোলকারীরা। হট্টগোলকারীরা হল আন্তর্জাতিক সংস্থা, ভারতের এগিয়ে যাওয়া তাদের পছন্দ নয়। আর বাধাদানকারীরা ভারতের রাজনৈতিক দলগুলি। তারাও চায় না দেশ অগ্রসর হোক। দেশের মানুষ এই ক্রোনোলজি ও যোগসাজশ বুঝতে সক্ষম।'
Disruptors and obstructers will not be able to derail India’s development trajectory through their conspiracies. Monsoon session will bear new fruits of progress.https://t.co/cS0MCxe8aO
— Amit Shah (@AmitShah) July 19, 2021
এ দিন অমিত শাহের ইস্তফা দাবি করেছে কংগ্রেস। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, 'ইস্তফা দিন অমিত শাহ। নরেন্দ্র মোদীর ভূমিকাও খতিয়ে দেখা উচিত।'
আরও পড়ুন- মোদী বিরোধিতা করলেই ফোনে আড়ি, অমিত শাহ-র ইস্তফার দাবি অধীরের