মোদী-রাজ্যে পড়ল 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গুজরাট প্রদেশে'র একুশের হোর্ডিং

 ২১ জুলাই 'দিদি মমতা বন্দ্যোপাধ্যায়'-এর ভাষণ শোনানোর ব্যবস্থা করা হয়েছে গুজরাটের ৩২ জেলায়।

Updated By: Jul 19, 2021, 07:43 PM IST
মোদী-রাজ্যে পড়ল 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গুজরাট প্রদেশে'র একুশের হোর্ডিং

নিজস্ব প্রতিবেদন: মোদী-রাজ্যে ২১ জুলাই পালনের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সে রাজ্যের ১০টি জেলায় ওই দিন জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাষণ। তার আগে প্রচারে নেমে পড়ল গুজরাটে তৃণমূল কংগ্রেসের শাখা। তৃণমূলের ব্যানার-হোর্ডিং পড়ছে সে রাজ্যের বিভিন্ন জায়গায়। 

গুজরাটের আমদাবাদ শহরের গীতামন্দির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে লাগানো হয়েছে তৃণমূলের ব্যানার। গুজরাটি ভাষায় চলছে প্রচার। অনুরূপ হোর্ডিং টাঙানো হয়েছে সুরাত, ভদোদরা-সহ ৩২টি জেলায়। ২১ জুলাই ওই সব জেলায় 'দিদি মমতা বন্দ্যোপাধ্যায়'-এর ভাষণ শোনানোর ব্যবস্থা করা হয়েছে। হোর্ডিংয়ে লেখা হয়েছে,'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, গুজরাট প্রদেশ।' 

তৃণমূল সূত্রের খবর, দিল্লির কনস্টিটিউশন হলে জায়ান্ট স্ক্রিনে চলবে মমতার (Mamata Banerjee) ভাষণ। সেখানে বিরোধী নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। থাকতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে, ত্রিপুরা, অসম-সহ একাধিক রাজ্যেও থাকছে আয়োজন। তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় এ দিন বলেন,'এর আগে আমরা অন্য রাজ্যে ২১ জুলাই পালন করিনি। এ বছর দলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতব্যাপী পালন করব আমরা।' তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন,'একটা-দুটো আসন জিততে নয়। বরং ক্ষমতা দখল করতে অন্য রাজ্যে যাব।' সেই লক্ষ্যেই এবার জাতীয় রাজনীতিতে দলকে আরও সক্রিয় করে তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস, মত অনেকের।          

আরও পড়ুন- বিধানসভা ভোটের সময় অভিষেক-প্রশান্তের ফোনে আড়ি, ফাঁস বিস্ফোরক 'Pegasus' তথ্য

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
          

.