১টাকা ৯ পয়সা কমছে পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়ছে ৫০ পয়সা

বৃহস্পতিবার মাঝরাত  থেকে কমছে পেট্রোলের দাম। লিটার পিছু ১টাকা ৯ পয়সা  কমছে পেট্রোলের দাম ।  আন্তুর্জাতিক বাজারে টাকার দামের পরিবর্তনেই পেট্রোলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি।

Updated By: Jul 31, 2014, 08:45 PM IST
১টাকা ৯ পয়সা কমছে পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়ছে ৫০ পয়সা

নয়াদিল্লি: বৃহস্পতিবার মাঝরাত  থেকে কমছে পেট্রোলের দাম। লিটার পিছু ১টাকা ৯ পয়সা  কমছে পেট্রোলের দাম ।  আন্তুর্জাতিক বাজারে টাকার দামের পরিবর্তনেই পেট্রোলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি।

দাম কমার পর লিটার পিছু পেট্রোলের দাম হবে এই রকম-

নয়া দিল্লি- ৭২টাকা ৫১পয়সা
মুম্বই- ৮০টাকা ৬০ পয়সা
কলকাতা- ৮০টাকা ৩০ পয়সা
চেন্নাই- ৭৫টাকা ৭৮ পয়সা

পেট্রোলের দাম কমলেও দাম বাড়ছে ডিজেলের। লিটার পিছু ডিজেলের দাম বাড়ছে ৫০ পয়সা। ফলে ডিজেল ক্রেতাদের জন্য এখনই কোনও সুখবর দিতে পারল না তেল সংস্থাগুলি।

দাম বাড়ার পর লিটার পিছু ডিজেলের দাম হবে এই রকম-

নয়াদিল্লি- ৫৮টাকা ৪০ পয়সা
মুম্বই- ৬৬টাকা ৬৩ পয়সা
কলকাতা- ৬৩টাকা ২২ পয়সা
চেন্নাই- ৬২টাকা ৩০ পয়সা

 

 

.