আজ মধ্যরাত থেকে দাম বাড়ল পেট্রোলের, কমল ডিজেল
ফের দাম বাড়ল পেট্রোলের। তবে, খুশির খবর ডিজেল ব্যবহারকারীদের জন্য। দাম কমেছে ডিজেলের। আজ থেকেই বর্ধিত দাম কার্যকর করা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। দিন কয়েক আগে অবশ্য পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমানো হয়েছিল।
ওয়েব ডেস্ক : ফের দাম বাড়ল পেট্রোলের। তবে, খুশির খবর ডিজেল ব্যবহারকারীদের জন্য। দাম কমেছে ডিজেলের। আজ থেকেই বর্ধিত দাম কার্যকর করা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। দিন কয়েক আগে অবশ্য পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমানো হয়েছিল।
দেশজুড়ে লিটার পিছু পেট্রোলের দাম ১৩ পয়সা বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম কমানো হয়েছে লিটার পিছু ১২ পয়সা। ইন্ডিয়ান অলেল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম বেড়ে যাওয়ার ফলেই এই দাম বৃদ্ধি হয়েছে।
এই দাম বৃদ্ধির ফলে দিল্লিতে আজ মধ্যরাতের পর থেকে লিটার পিছু পেট্রোলের দাম হচ্ছে ৬৬.১০ টাকা ও লিটার পিছু ডিজেলের দাম হচ্ছে ৫২.৫৭ টাকা।