বৃন্দাবনে সাধু সেজে ঘুরছিল বাংলাদেশি যুবক, ধরল যোগীর পুলিস

 'ধৃত জানিয়েছেন, তাঁর নাম জয় দেবনাথ। তিনি বাংলাদেশের কুমিল্লার, নুর মানিকচরের গঙ্গানগর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।'

Updated By: Sep 12, 2018, 09:58 PM IST
বৃন্দাবনে সাধু সেজে ঘুরছিল বাংলাদেশি যুবক, ধরল যোগীর পুলিস

নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের বৃন্দাবনে সাধু সেজে দিব্যি আত্মগোপন করে ছিল এক বাংলাদেশি। তবে শেষ রক্ষা হল না, গোপন সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করল যোগীর পুলিস। পুলিস জানিয়েছে, স্থানীয় ২ যুবকের সাহায্যে যাবতীয় নথি তৈরি করে ফেলেছিল সে। 

মথুরার পুলিস আধিকারিক বাবলু কুমার বলেন, 'বৃন্দাবনের স্থানীয় গোয়েন্দা আধিকারিকের কাছে থাকা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশি ওই যুবককে ধরা হয়েছে। সাধু সেজে কয়েক দিনের মধ্যেই প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বানিয়ে ফেলেছিল সে।'

তিনি বলেন, 'ধৃত জানিয়েছেন, তাঁর নাম জয় দেবনাথ। তিনি বাংলাদেশের কুমিল্লার, নুর মানিকচরের গঙ্গানগর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।' 

মদ কেনার টাকা না-দেওয়ায় মাকে খুন করল মত্ত ছেলে

এই ঘটনায় ওই বাংলাদেশিকে যাঁরা সরকারি নথি বানাতে সাহায্য করেছিলেন তাঁদের তল্লাশি চালাচ্ছে। ধৃতকে আদালতে পেশ করলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।  

.