মস্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে ভারত-রাশিয়া পরমাণু চুক্তি সাক্ষর কর্মসূচি

বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিকেলে মস্কোর উদ্দেশে রওনা হবেন তিনি। এই সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য ও পরমাণু ক্ষেত্রে চুক্তির বিষয়টি।

Updated By: Dec 23, 2015, 09:49 AM IST
মস্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে ভারত-রাশিয়া পরমাণু চুক্তি সাক্ষর কর্মসূচি

ওয়েব ডেস্ক: বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিকেলে মস্কোর উদ্দেশে রওনা হবেন তিনি। এই সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য ও পরমাণু ক্ষেত্রে চুক্তির বিষয়টি।

কুড়ানকুলাম পরমাণু বিদ্যুত্‍ প্রকল্পের পাঁচ ও ছনম্বর ইউনিট তৈরির জন্য দুদেশের মধ্যে চুক্তি সাক্ষর কর্মসূচি রয়েছে। চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মোদী। এর আগে জুলাইয়ে ব্রিক সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছিল তাঁর। আজ প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পুতিন। কাল দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হবে। বিদেশ সচিব এস জয়শঙ্কর জানিয়েছেন, বারোটি পরমাণু প্রকল্প তৈরির জন্য রাশিয়ার সঙ্গে সমঝোতা হয়েছে ভারতের। তা বাস্তবায়িত করার লক্ষ্যেই এই সফর।  

 

.