মোদী-ওবামা সাক্ষাতে কাটতে পারে পরমাণু জট
সাত বছর ধরে আটকে থাকা পরমাণু জট খুলতে পারে। ওবামার সফরে থেকে সবথেকে বড় আশা ভারতের। নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে মোদীর সঙ্গে একান্তে সাক্ষাৎ সারবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মনে করা হচ্ছে সেখানেই ২০০৮ সাল থেকে আটকে থাকা পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে।
নয়াদিল্লি: সাত বছর ধরে আটকে থাকা পরমাণু জট খুলতে পারে। ওবামার সফরে থেকে সবথেকে বড় আশা ভারতের। নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে মোদীর সঙ্গে একান্তে সাক্ষাৎ সারবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মনে করা হচ্ছে সেখানেই ২০০৮ সাল থেকে আটকে থাকা পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে।
ওবামার সফরে মোদী পরমাণু চুক্তির কথা পাড়বেন, এমনটা নিশ্চিত ছিলই। ভারত চাইছে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট পরমানু চুক্তি পাসের পক্ষে সায় দিক।
প্রেসিডেন্ট ওবামার সফরে দীর্ঘদিনের পাথর সরাতে চাইছে ভারত।