ভয়াবহ জম্মু-কাশ্মীরের বন্যা পরিস্থিতি, মৃত ১৬০, জাতীয় বিপর্যয় ঘোষণার আর্জি মোদীর

জম্মু-কাশ্মীরের বন্যা পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। উপত্যকায় গত কয়েকদিনের বন্যায় মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার আর্জি জানিয়েছেন। ঝিলম  নদীর জলস্ফীতিতে এবার রাজধানী শ্রীনগর ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুলওয়ামা জেলায় বাঁধ উপচে বইছে ঝিলমের জল। যার জেরে শ্রীনগরের দক্ষিণপ্রান্ত বানভাসি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Updated By: Sep 6, 2014, 07:05 PM IST
ভয়াবহ জম্মু-কাশ্মীরের বন্যা পরিস্থিতি, মৃত ১৬০, জাতীয় বিপর্যয় ঘোষণার আর্জি মোদীর

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের বন্যা পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। উপত্যকায় গত কয়েকদিনের বন্যায় মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার আর্জি জানিয়েছেন। ঝিলম  নদীর জলস্ফীতিতে এবার রাজধানী শ্রীনগর ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুলওয়ামা জেলায় বাঁধ উপচে বইছে ঝিলমের জল। যার জেরে শ্রীনগরের দক্ষিণপ্রান্ত বানভাসি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সতর্কতা জারি করা হয়েছে শ্রীনগর বিমানবন্দর সংলগ্ন এলাকায়। এদিকে  পুলওয়ামা জেলায় উদ্ধারকাজ চালাতে গিয়ে ভেসে গিয়েছেন নয় সেনা জওয়ান।  পরিস্থিতি পর্যালোচনা করতে শ্রীনগরে পৌছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছেন তিনি। কিন্তু, খারাপ  আবহাওয়ার কারণে বানভাসি এলাকা পরিদর্শনে যেতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হেলিকপ্টারে তিনি বন্যা দুর্গত অঞ্চল ঘুরে দেখেন।  গত ছ-দশকে ভূ-স্বর্গে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা।

পুলওয়ামায় উদ্ধারকার্যে নিযুক্তদের একটি নৌকা উল্টে গিয়ে শনিবার নিখোঁজ হয়ে যায় NDRF-এর ৯ জন  জওয়ান। তাঁদের খোঁজ চলছে।

বন্যায় বিপর্যস্ত জম্মুর দশটি জেলাই। বিপদসীমার ওপর দিয়ে বইছে ঝিলাম সহ একাধিক নদীর জল। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত একাধিক রাস্তা, ব্রিজ, বহু বাড়িঘর এবং ফসল। বন্যা কবলিত এলাকা থেকে ইতিমধ্যেই ছ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

.