তোমরাই আমার পরিবার, রাজৌরিতে সেনাবাহিনীকে বললেন প্রধানমন্ত্রী

দেখুন সেই ভিডিয়ো...

Updated By: Oct 27, 2019, 08:37 PM IST
তোমরাই আমার পরিবার, রাজৌরিতে সেনাবাহিনীকে বললেন প্রধানমন্ত্রী
ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: রবিবার জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলির উত্সবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজে হাতে মিষ্টি খাওয়ালেন সেনা জওয়ানদের।

এ দিন সকালে দেশের সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর কর্মরত সেনাবাহিনীকে দীপাবলির শুভেচ্ছা জানাতে সেনা ব্রিগেড সদর দফতরে পৌঁছান মোদী। ২০১৪ সালের পর এই নিয়ে তৃতীয়বার জম্মু-কাশ্মীরে গিয়ে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানালেন মোদী। সীমান্তে অনুপ্রবেশ রুখতে সেনাবাহিনীকে নিরবচ্ছিন্ন নজরদারি চালিয়ে যেতে বলেন প্রধানমন্ত্রী মোদী। সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, উত্সবের দিনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে তাঁরা খুশি এবং গর্বিত।

আরও পড়ুন: দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

এ দিন প্রধানমন্ত্রী সেনাদের উদ্দেশ্যে বলেন, “পরিবারের সঙ্গে দীপাবলি পালন করাটাই রীতি। আমিও আমার পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করতে চেয়েছিলাম। তাই আমি এখানে ছুটে এসেছি। তোমরাই আমার পরিবার।” দেখে নিন সংবাদ সংস্থা পিটিআই-এর প্রকাশিত প্রধানমন্ত্রীর বক্তব্যের সেই ভিডিয়ো...

.